Advertisement
Advertisement

Breaking News

Gadar 2

‘গদর ২’র শো চলাকালীন প্রেক্ষাগৃহে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! পড়ল বেধড়ক মার

কোথায় ঘটল এমন ঘটনা?

Someone shouted
Published by: Sandipta Bhanja
  • Posted:August 14, 2023 8:23 pm
  • Updated:August 14, 2023 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সঅফিসে রমরমিয়ে চলছে ‘গদর ২’। সানি দেওলের ফিল্মি কেরিয়ারে সবথেকে বড় হিট এখনও পর্যন্ত। রিলিজের দিনই ভক্তরা হাতে টিউবওয়েল, হাতুড়ি নিয়ে হলে হাজির হয়েছিলেন। আর সেই উন্মাদনার মধ্যেই ধরা পড়ল এক অন্যরকম দৃশ্য। যাকে ঘিরে তোলপাড় নেটপাড়া।

প্রেক্ষাগৃহে ‘গদর ২’র শো চলাকালীন চিৎকার করে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান উঠল। যা শুনে হলের ওই ব্যক্তিকে বেধড়ক মার মারলেন হলে উপস্থিত অন্যান্য দর্শকরা। কী ঘটে? সিনেমা চলাকালীন এক দর্শক আচমকাই পাকিস্তান বন্দনা শুরু করে। স্বাভাবিকভাবেই ওই ব্যক্তিকে ছেড়ে দেননি অন্যান্যরা। তড়িৎগতিতে উত্তমমধ্যম পড়া শুরু করে তার পিঠে। কোথায় ঘটল এমন ঘটনা? স্বাভাবিকভাবেই এমন কৌতূহল উঁকি দিতে পারে। সেটা জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: ৩ দিনেই ১৩৫ কোটি! সানি দেওলের ৪০ বছরের ফিল্মি কেরিয়ারে মাইলস্টোন ‘গদর ২’]

তবে পাশাপাশি নয়ডার লজিক্স মলে রবিবার আরেক কাণ্ড ঘটেছে। ওই প্রেক্ষাগৃহে পরপর ৪বার বন্ধ হয়ে যায় স্ক্রিনিং। তার জেরেই মেজাজ হারান দর্শকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে টাকাও ফেরত দেওয়া হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, মাত্র তিন দিনেই ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবির খেতাব জিতে নিয়েছে সানি দেওলের ‘গদর ২’। বক্সঅফিস রিপোর্ট অনুযায়ী, পয়লা দিনে ৫২ কোটি টাকা। দ্বিতীয় দিনে ৪০ কোটি এবং তৃতীয় দিনে উপার্জন করেছে ৪৩ কোটি টাকা। সবমিলিয়ে মাত্র ৩ দিনেই ১৩৫ কোটি টাকা আয় করেছে সানি দেওলের ছবি। তবে ১৫ আগস্টের ছুটিতে যে ‘গদর ২’ ২০০ কোটির ক্লাবে প্রবেশ করে যাবে, তেমনটাই ভবিষ্যদ্বাণী সিনেসমালোচকদের।

[আরও পড়ুন: কেরিয়ারে লাগাতার ফ্লপ! বক্স অফিসে ব্যর্থতার জেরে সিনেজগৎ থেকে ‘বানপ্রস্থে’ প্রভাস?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement