Advertisement
Advertisement

Breaking News

Glimpses of film producer Anand Pandit's Diwali party

রাফলড শাড়িতে কাজল, এমব্রয়ডারি লেহেঙ্গায় নজরকাড়া কৃতী, বি টাউনে দিওয়ালি পার্টিতে চাঁদের হাট

দিওয়ালির আনন্দে গা ভাসাতে প্রস্তুত প্রায় গোটা দেশ।

Some glimpses of film producer Anand Pandit's Diwali party । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 23, 2022 9:58 pm
  • Updated:October 23, 2022 10:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালির আনন্দে গা ভাসাতে প্রস্তুত প্রায় গোটা দেশ। আলোর মালায় সেজেছে সর্বত্র। চলছে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ। বি টাউনেও উৎসবের মেজাজ। প্রযোজক আনন্দ পণ্ডিতের দিওয়ালি পার্টিতে চাঁদের হাট।

সবার প্রথমে আনন্দের দিওয়ালি পার্টিতে পৌঁছন অমিতাভ বচ্চন। সিল্কের প্রিন্টেড পাঞ্জাবি এবং কুর্তা পরেই দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

Amitabh-Bacchan

প্রযোজক এবং তাঁর স্ত্রী ছাড়াও সাংবাদিকদেরও শুভেচ্ছা জানান বিগ বি।

Amitabh-Bacchan

একেবারে ক্যাজুয়াল লুকে দিওয়ালি পার্টিতে দেখা গিয়েছে হৃতিক রোশনকে।

Hrithik-Roshan

‘রাম সেতু’ মুক্তি আসন্ন। তার আগে ব্যস্ততা সামলে সাদা রংয়ের পাঞ্জাবি, পায়জামার সঙ্গে মানানসই জুতো পরে দিওয়ালি পার্টিতে দেখা গেল অক্ষয় কুমারকে। সস্ত্রীক প্রযোজক আনন্দ পণ্ডিতের সঙ্গে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে পোজও দেন তিনি।

Akshay-Kumar

[আরও পড়ুন: হাত দিয়ে ঢাকা স্তন, ‘কন্ডোমের বিজ্ঞাপন?’, দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ট্রোলড উরফি]

দিওয়ালি পার্টিতে আলাদা করে নজর কাড়েন কাজল। গোলাপি রংয়ের রাফলড শাড়ি, গলায় হার হালকা মেকআপে অনবদ্য অভিনেত্রী। কালো রংয়ের পোশাকে স্ত্রীর পাশে দাঁড়িয়ে পোজ দেন অজয় দেবগণ।

Kajol-and-Ajay

প্রযোজক আনন্দ পণ্ডিতের পার্টিতে হালকা গোলাপি রংয়ের লেহেঙ্গায় সকলকে চমকে দেন কৃতী শ্যানন। তাঁর দিক থেকে চোখ ফেরানোই দায়।

Kriti-Sanon

কালো রংয়ের পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রী নুসরত বারুচাকে।

Nushrratt-Bharuccha

বিয়ের বয়স এখনও বছরখানেক হয়নি। বরাবরের মতো আজও একে অপরের প্রেমে হাবুডুবু। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে রাজকুমার রাও এবং তাঁর ঘরনি পত্রলেখাকে নিয়ে। প্রযোজকের দিওয়ালি পার্টিতে দেখা গিয়েছে দম্পতিকে। কালো রংয়ের পোশাকে দেখা গিয়েছে রাজকুমার রাওকে। লাল শাড়িতে ধরা দিলেন পত্রলেখা।

Rajkummar-Rao-and-Patralekhaa

বিয়ের পর প্রথম দিওয়ালি রিচা চাড্ডা ও আলি ফজলের। দিওয়ালি পার্টিতে দেখা গিয়েছে নবদম্পতিকেও।

Richa-Chadha-and-Ali-Fazal

সবুজ এবং কালো রংয়ের কুর্তা-পাঞ্জাবি পরে দিওয়ালি পার্টিতে দেখা গিয়েছে মনোজ বাজপেয়ীকে।

Manoj-Bajpayee

প্রযোজকের দিওয়ালি পার্টিতে সিদ্ধার্থ মালহোত্রা। লাল-কালোর মিক্সড অ্যান্ড ম্যাচ কুর্তা-পাঞ্জাবিতে ধরা দিয়েছেন তিনি।

Sidharth-Malhotra

শত্রুঘ্ন এবং পুনম সিনহাও দিওয়ালি পার্টিতে অংশ নেন।

Shatrughan-Sinha

প্রযোজকের দিওয়ালি পার্টিতে কালো রংয়ের পোশাকে দেখা গিয়েছে রাকেশ রোশনকে।

Rakesh-Roshan

পরনে কালো পাঞ্জাবি এবং সাদা পাজামা। দিওয়ালি পার্টিতে নজর কাড়লেন কপিল শর্মা।

Kapil-Sharma

সাদা রংয়ের পাঞ্জাবিতে হাসিমুখে দিওয়ালি পার্টিতে অংশ নিয়েছেন অনুপম খের।

Anupam-Kher

একেবারে হালকা সাজে দেখা গেল শরমন যোশীকে।

Sharman-Joshi

‘তারকা মেহতা কা উলটা চশমা’ খ্যাত শৈলেশ লোধা দিওয়ালি পার্টিতে সপরিবারে অংশ নেন।

Shailesh-Lodha

[আরও পড়ুন: দিওয়ালিতে আগাম ছুটি ঘোষণা মার্কিন মুলুকে, আনন্দে আত্মহারা প্রিয়াঙ্কা চোপড়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement