সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শহরের উষ্ণতম দিনে’ (Shohorer Ushnotomo Dine) বড়পর্দায় ফিরছে অনুরাগ-মেঘলার স্মৃতি। রোম্যান্টিক জুটি হিসেবে আবারও ক্যামেরার সামনে শোলাঙ্কি রায় ও বিক্রম চট্টোপাধ্যায়। দু’জনের রসায়ন দেখে ‘ইচ্ছেনদী’ সিরিয়ালের স্মৃতিতে বিভোর নেটিজেনরা।
২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত স্টার জলসায় দেখা গিয়েছে ধারাবাহিক ‘ইচ্ছেনদী’। তাতেই অনুরাগের চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রম (Vikram Chatterjee)। শোলাঙ্কি হয়েছিলেন মেঘলা (Solanki Roy)। দু’জনের অনস্ক্রিন রসায়ন এখনও অনুরাগীদের প্রিয়। তাইতো শোলাঙ্কি যখন নিজের ও বিক্রমের নতুন ছবি ‘শহরের উষ্ণতম’ দিনের পোস্টার শেয়ার করেন। তার কমেন্টবক্সে ভালবাসার ইমোজি দিয়ে লেখা হয়, “অনুরাগ-মেঘলা মোমেন্ট”।
অরিত্র সেনের পরিচালনায় ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতে জুটি বেঁধেছেন বিক্রম-শোলাঙ্কি। ছবিতে বিক্রমের চরিত্রের নাম ঋতবান। ফটোগ্রাফার হওয়ার পাশাপাশি সে পিএইচডি স্কলারও। অন্যদিকে রেডিও জকি অনিন্দিতার ভূমিকায় দেখা যাচ্ছে শোলাঙ্কিকে। বিদেশে যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারেনি অনিন্দিতা। এই শহরের প্রেমে পড়ে গিয়েছে। কীভাবে হবে এই দু’জনের প্রেম? তা জানা যাবে আগামী ৩০ জুন। সেদিনই সিনেমা হলে মুক্তি পাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় ও তন্ময় বন্দ্যোপাধ্যায় প্রযোজিত ছবিটি।
বিক্রম-শোলাঙ্কি ছাড়াও ‘শহরের উষ্ণতম দিনে’ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, অনামিকা চক্রবর্তী, রাহুল দেব বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস, লগ্নজিতা চক্রবর্তী, অর্নব দাসের মতো শিল্পীরা। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন নবারুণ বসু ও সিনেমাটোগ্রাফি করেছেন বাসুদেব চক্রবর্তী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.