Advertisement
Advertisement

Breaking News

Oti Uttam

মুম্বইয়ে ‘অতি উত্তম’ প্রিমিয়ারে পাশাপাশি সোহম-শোলাঙ্কি, সম্পর্কে সিলমোহর?

তনুজার পাশে বসেই জুটিতে ছবি দেখলেন সোহম-শোলাঙ্কি।

Solanki Roy, Soham Majumdar attends Oti Uttam screening in Mumbai
Published by: Sandipta Bhanja
  • Posted:April 28, 2024 3:02 pm
  • Updated:April 28, 2024 3:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে মুম্বইয়ের জুহুতে তারকাখচিত ‘অতি উত্তম’ প্রিমিয়ারে নজর কাড়ল সোহম মজুমদার এবং শোলাঙ্কি রায়ের (Solanki Roy, Soham Majumdar) উপস্থিতি। এদিন বড়পর্দায় উত্তম কুমার ম্য়াজিক দেখতে হাজির হয়েছিলেন তনুজাও। প্রবীণ অভিনেত্রীর পাশে বসেই জুটিতে দেখা গেল সোহম-শোলাঙ্কিকে।

বছর দুয়েক ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন টলিপাড়ায়। যদিও সোহম-শোলাঙ্কির কেউই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কোনওদিন। তবে অভিনেতার জন্মদিনে শোলাঙ্কির ‘বিশেষ শুভেচ্ছা’ নজর এড়ায়নি অনুরাগীদের। প্রেমের জল্পনাযজ্ঞে সেটাও ঘৃতাহূতির মতোই কাজ করেছিল। এবার মুম্বইতে ‘অতি উত্তম’-এর প্রিমিয়ারে আর কোনও রাখঢাক রইল না! সোহম-শোলাঙ্কি পাশাপাশি বসে সিনেমা দেখলেন। ক্যামেরায় একসঙ্গে পোজ দিতেও দ্বিধাবোধ করেননি। হাসিমুখেই ফ্রেমবন্দি দুই তারকাকে দেখা গেল। তাহলে সম্পর্কে সিলমোহর বসালেন? ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে।

Advertisement

[আরও পড়ুন: ভাঙা হাত নিয়েই মিমি-আবিরের ‘আলাপ’ প্রিমিয়ারে কোয়েল, দেখুন ভিডিও]

শোলাঙ্কি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। সিনেপর্দায় ‘বাবা বেবি ও’ ছবিতে যিশু সেনগুপ্তর বিপরীতে নজর কেড়েছিলেন। শেষ ‘শহরের উষ্ণতম দিনে’ দেখা যায় তাঁকে। অন্যদিকে মুম্বইতে একের পর এক কাজ করছেন সোহম। সম্প্রতি ‘সিটাডেল’-এর হিন্দি সংস্করণে বরুণ ধাওয়ান, সামান্থাদের সঙ্গেও কাজ করেছেন। আবার তাব্বুর সঙ্গেও একটি সিনেমায় স্ক্রিন শেয়ার করবেন। অতঃপর মায়ানগরীতেই বর্তমানে তাঁর বেশি সময় কাটছে। এদিকে কাজ থেকে বিরতি নিয়ে শোলাঙ্কিও মুম্বইতেই ছুটি কাটাচ্ছেন। এবার ‘অতি উত্তম’ প্রিমিয়ারে জুটিতে ধরা দিলেন তাঁরা।

[আরও পড়ুন: বের করেছিলেন অফিস থেকে! সেই ফরদিনকেই কেন ‘হীরামাণ্ডি’র নবাব করলেন বনশালি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement