Advertisement
Advertisement

Breaking News

Sohini-Shovan Wedding

সিঁদুর পরিয়েই চুমু, বিয়ের গানে নাচ, সোহিনী-শোভনের শুভ পরিণয়, দেখুন প্রথম ছবি

সইসাবুদ করে বিয়ে সারলেন শোভন-সোহিনী।

Sohini-Shovan Wedding: Tollywood Couple is now Just Married
Published by: Suparna Majumder
  • Posted:July 15, 2024 9:21 pm
  • Updated:July 16, 2024 12:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাবতীয় জল্পনা-কল্পনার অবসান। পরিবার-বন্ধুদের সাক্ষী রেখেই এক হলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় (Sohini-Shovan Wedding)। বাওয়ালি ফার্মহাউসে সেজে ওঠে বিয়ের  আসর। সইসাবুদ করে বিয়ে তারকা যুগলের। সোহিনীর সিঁথিতে সিঁদুর পরিয়েই  চুমু শোভনের। তার পর বিয়ের গানেই নেচে উঠলেন গায়ক-নায়িকা।   

Sohini-Shovan-Wedding
নিজস্ব চিত্র

এদিন সকাল সকালই সারা হয় সোহিনী-শোভনের গায়ে হলুদের পর্ব। তার পরই বেনারসি পরে কনের সাজে সেজে ওঠেন সোহিনী। শোভনের পরনে ছিল ম্যাচিং ধুতি ও পাঞ্জাবি।  সই করার পর সোহিনী বলেন, “শোভনকে স্বামী হিসেবে গ্রহণ করলাম।” তাতেই তুমুল হইচই।  শোভনের গলায় বরমালা পরিয়ে দেন টলিউডের ‘সত্যবতী’। 

Advertisement
নিজস্ব চিত্র

গত বর্ষায় প্রথম আলাপ হয়েছিল অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly)। যিশু সেনগুপ্তর তত্ত্বাবধানে এক রবীন্দ্রসন্ধ্যা উদযাপনের অজুহাতে। অজুহাতই বলা ভালো। বছর ঘুরে বৃষ্টি নামতেই হল শুভ পরিণয়। বিয়ের আগের দিন বন্ধুবান্ধবদের সঙ্গে পুল পার্টিও নাকি হয়েছিল। নির্দিষ্ট সময়ে বরবেশ ধারণ করেন শোভন। আইনিভাবেই বিয়ে সারেন অভিনেত্রী-গায়ক। তার পর হয় সিঁদুরদান ও মালাবদল। এদিনের নিমন্ত্রিতদের তালিকায় টলিউড তারকার সংখ্যা ছিল হাতেগোনা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

ছবি- সোহিনীর সোশাল মিডিয়া

[আরও পড়ুন: সোহিনী-শোভনের বিয়ের দিনই স্বস্তিকার গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে, কার সঙ্গে গাঁটছড়া নায়িকার?]

এর আগে সংবাদ প্রতিদিনের ‘পপকর্ন’কে দেওয়া সাক্ষাৎকারে সোহিনী জানিয়েছিলেন, তিনি খুব আড়ম্বর করে বিয়ের মূল অনুষ্ঠান করতে চান না। তাই ছিমছামভাবেই সমস্ত কাজ সারলেন। কাছের মানুষদের সাক্ষী রেখে শোভনের গলায় দিলেন মালা। মিষ্টি এই মুহূর্তের ছবি শেয়ার করে নিলেন সোশাল মিডিয়ায়। 

ছবি- সোহিনীর সোশাল মিডিয়া

শোভন আর সোহিনী দুজনই বাঙালি খাবার খুব পছন্দ করেন। তাই বিয়ের মেনুতে নাকি বাঙালি পদকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সূত্রের খবর মানলে, বিয়ের পরের দিন বউভাতও ঘরোয়াভাবেই সারবেন অভিনেত্রী-গায়ক। জমজমাট রিসেপশনের আয়োজনও হবে। তবে তা হবে শীতকালে। মনে করা হচ্ছে, সেই অনুষ্ঠানে টলিউডের তারকাদের উপস্থিতি থাকবে। তবে আজ শুধুই শোভন আর সোহিনীর দিন।  ভালোবাসাকে পাথেয় করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টলিউডের তারকা জুটি।  অনুরাগীদের পাশাপাশি তারকারাও নবদম্পতিকে জানিয়েছেন শুভেচ্ছা। 

[আরও পড়ুন: মুখে মিষ্টির মজা! নিয়ন সবুজ বিকিনিতে চরম সুখ মালাইকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement