Advertisement
Advertisement
Sohini Sarkar

খোলা পিঠে এলো চুল, লালপেড়ে শাড়িতে মোহময়ী সোহিনী

বোল্ড লুকে ক্যামেরার সামনে অভিনেত্রী।

Sohini Sarkar posted bold picture on Instagram | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 16, 2022 6:56 pm
  • Updated:March 16, 2022 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোলা পিঠে এলো চুল। তাতেই যেন রৌদ্রছায়ার খেলা। ঠোঁটের ফাঁকে আঙুল। চোখে একরাশ দুষ্টুমি। এভাবেই ক্যামেরার সামনে মোহময়ী হয়ে পোজ দিলেন সোহিনী সরকার (Sohini Sarkar)।

Sohini Sarkar

Advertisement

ক্যামেরার সামনে বরাবর স্বচ্ছন্দ সোহিনী। সিনেমা-সিরিজের পাশাপাশি মঞ্চেও চুটিয়ে অভিনয় করছেন। অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ‘মন্দার’ সিরিজে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। লাস্য ও ক্ষুরধার বুদ্ধির যথাযথ সংমিশ্রণে তিনি যেন ‘লেডি ম্যাকবেথ’ হয়ে উঠেছিলেন। পালটে ফেলেছিলেন নিজের কথা বলার ভঙ্গিও।

[আরও পড়ুন: এবার দক্ষিণে সলমন ম্যাজিক, তেলুগু ছবিতে সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে জুটিতে দাবাং খান

এবারে ক্যামেরার সামনে মোহময়ী হয়ে ধরা দিয়েছেন অভিনেত্রী। কোনও ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেছেন সোহিনী। শুধু হ্যাশট্যাগে কিছু শব্দ ব্যবহার করেছেন। নায়িকার এই রূপের আগুনে মুগ্ধ অনেকেই। কেউ লিখেছেন ‘ম্যাগনেটিক বিউটি’, কেউ আবার ‘গর্জিয়াস’ আখ্যা দিয়েছেন। আরও অনেক বিশেষণে নায়িকাকে ভূষিত করেছেন নেটিজেনরা।

Sohini Sarkar

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, ফের ব্যোমকেশ হিসেবে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। আর তাঁর বিপরীতে সত্যবতীর ভূমিকায় অভিনয় করবেন সোহিনী। রটনা ঘটনায় পরিণত হতে বেশি সময় লাগেনি। গত ২৭ ফেব্রুয়ারি অরিন্দম শীল পরিচালিত ছবির ফার্স্ট লুক প্রকাশ করেন অভিনেত্রী। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

এর আগেও টলিপাড়ার এই জুটিকে ব্যোমকেশ-সত্যবতী হিসেবে বড়পর্দায় দেখা গিয়েছে। দর্শক মহলে প্রশংসাও পেয়েছেন দু’জনে। তবে সে ছবিতে অজিতের ভূমিকায় ছিলেন ঋত্বিক চক্রবর্তী। নতুন ছবিতে এই চরিত্রে দেখা যাবে সুহার্ত্র মুখোপাধ্যায়কে। 

Sohini Sarkar ব্যোমকেশ ছাড়াও সোহিনীর আগামীর ঝুলিতে রয়েছে ‘আগন্তুক’। OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে নতুন এই প্রজেক্ট। Zee5 প্ল্যাটফর্মের জন‌্য একটা ওয়েব সিরিজেও অভিনয় করতে পারেন সোহিনী।

[আরও পড়ুন: ‘কাশ্মীর ফাইলস’ ছবির সমালোচনায় স্বরা ভাস্কর, ‘আপনি চুপ করুন’, মন্তব্য নেটিজেনদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement