Advertisement
Advertisement
Sohini Sarkar

বন্ধুর বিয়েতে একফ্রেমে সোহিনী-শোভন, ‘আপনাদের বিয়ে কবে?’ প্রশ্ন নেটপাড়ার

গুঞ্জন পাড়ায় রোজই সোহিনী- শোভনের প্রেম নিয়ে নানা খবর।

Sohini Sarkar and shovan ganguly new photo goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 24, 2024 12:26 pm
  • Updated:January 24, 2024 12:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোহিনী-শোভন প্রেম করছেন। তাঁরা মুখে এ নিয়ে কিছু না বললেও, গুঞ্জন পাড়ায় রোজই এই প্রেম নিয়ে নানা খবর। আর এবার বন্ধুর বিয়েতে একফ্রেমে ছবি তুলে নিজেদের বিয়ের গুঞ্জন ছড়ালেন শোভন ও সোহিনী। ছবি দেখে নেটিজেনদের সোজা প্রশ্ন, ‘আপনাদের বিয়ে কবে?’

বেশ কয়েক মাস আগে শোভন তাঁর সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে দেখা গিয়েছিল সোহিনীর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন শোভন। আর সেই ছবি পোস্ট করে, শোভন লিখলেন, ”শেষ সবকিছু তোমার জন্য তোলা রইল…”। শোভনের এই পোস্ট কি সোহিনীর প্রতি প্রেম উজাড় করেই? এই নিয়ে অবশ্য টলিপাড়ায় জোর গুঞ্জন। এই পোস্ট নিয়ে শোভন ও সোহিনী মুখ না খুললেও, সোশাল মিডিয়া থেকে আপাতত গায়েব এই ছবি ও ক্যাপশন।

Advertisement

[আরও পড়ুন: ‘রামচন্দ্র’ই পেলেন না রামলালার দর্শন! অযোধ্যা গিয়েও হতাশ অরুণ গোভিল]

কয়েকদিন আগেই খবরে আসে রণজয় বিষ্ণুর সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্কে ইতি টেনেছেন সোহিনী। অন্যদিকে, শোভন ও স্বস্তিকা দত্তর ব্রেকআপ! নিন্দুকরা কিন্তু এই সুযোগে দুইয়ে দুইয়ে চার করছেন। তার উপর সোশাল মিডিয়ায় শোভনের ওই পোস্ট। আর এবার তো বিয়ে বাড়িতে এক ফ্রেমে ধরা দিয়ে প্রেম গুঞ্জনের পারদ চড়ালেন শোভন ও সোহিনী।

[আরও পড়ুন: ‘ছি ছি!’, মায়ের শ্রাদ্ধকর্মের ভিডিও সোশাল মিডিয়ায় দিয়ে কটাক্ষের মুখে সুদীপা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement