সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুজনের অভিনয়ই বলিষ্ঠ। ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি। আবার একসঙ্গে যখন স্ক্রিন শেয়ার করেন, দর্শকদের মুগ্ধ করে দেন। বহুদিন বাদে আবার এক ছবিতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকারকে। নতুন বছরের প্রথমের দিকেই শুরু হয়ে যাবে শুটিং। এমনই খবর শোনা যাচ্ছে টলিপাড়ায়।
‘ফড়িং’ থেকে শুরু করে ‘অনন্ত’ পর্যন্ত, একসঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকার। নায়ক-নায়িকাকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল ইন্দ্রনীল রায়চৌধুরি পরিচালিত ছবি ‘ফড়িং’ সিনেমায়। কিন্তু জুটি হিসেবে ঋত্বিক-সোহিনীর প্রথম ছবি সাত বছর আগে মুক্তি পাওয়া মৈনাক ভৌমিক পরিচালিত ‘বিবাহ ডায়েরিজ’। এই ছবিতে দুই অভিনেতার অসম্ভব ভালো রসায়ন সত্ত্বেও টলিউডে তাঁদের জুটি নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়নি তেমনভাবে।
২০১৯ সালে ঋত্বিক-রুদ্রনীলের ‘ভিঞ্চি দা’ ছবিতে অল্প সময়ের জন্য সোহিনীকে দেখা যায়। ২০২২ সালে অভিনন্দন দত্ত পরিচালিত ছবি ‘অনন্ত’-এ গোটা ছবি জুড়ে দুই তারকা ছিলেন। তবে খুব বেশি স্ক্রিন শেয়ার করেননি। তবে এবারে খবর, প্রতিম ডি গুপ্তর নতুন ছবিতে একসঙ্গে থাকছেন সোহিনী এবং ঋত্বিক। ঋত্বিক এর আগে প্রতিমের চারটে ছবিতে কাজ করেছেন, ‘সাহেব বিবি গোলাম’, ‘মাছের ঝোল’, ‘আহারে মন’ এবং ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য।’ কিন্তু সবকিছু ঠিকঠাকভাবে এগোলে পরিচালকের সঙ্গে এই প্রথমবার কাজ করবেন সোহিনী।
শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ছবির শুটিং হবে। মূলত বাবা-মেয়ের গল্প। তাতে এক নারীর আগমন ঘিরেই যাবতীয় ঘটনা। টলিপাড়ার অন্দরের খবর, ছবিতে বাবার চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে। এমনিতে প্রতিমের ছবিতে সম্পর্ক আসে ব্যতিক্রমী আলোয় ভর করে, সরলরেখায় কখনওই নয়। আশা করা যায়, পরিচালকের সেই সূক্ষ্মতা এই ছবিতেও থাকবে। এখন অবশ্য ‘চালচিত্র’ নিয়ে ব্যস্ত পরিচালক। শুক্রবারই মুক্তি পেয়েছে ছবিটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.