সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করে ঝালদা শহর মাতালেন টলিউড তারকা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। সেই সঙ্গে ভোটের আগে পুরুলিয়ার (Purulia) ঝালদা পুর শহরে জনসংযোগও সারলেন রাজ্য যুব তৃণমূলের সহ–সভাপতি। রবিবার পুরুলিয়ার ঝালদা পুর শহরের মেরি আপকার ময়দানে দিনরাত্রির ওই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। চলবে আগামী চার দিন ধরে। শেষ হবে ১০ ফেব্রুয়ারি। এদিন ওই খেলার উদ্বোধনে ছিলেন ঝালদার বাসিন্দা তথা শিল্পপতি নরেশ আগরওয়াল, ঝালদা পুরসভার প্রশাসক সুরেশ আগরওয়াল, সমাজসেবী তথা পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের
সভাপতি সুশান্ত মাহাতোসহ আরও অনেকে।
ঝালদা পুর শহরে অকালে মারা যাওয়া পাঁচ যুবককের স্মৃতিতেই এই টুর্নামেন্ট। ফিতে কেটে ও শিল্পপতি নরেশ আগরওয়ালের বলে ব্যাট চালিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সোহম। তাঁর কথায়, “খেলা ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই ধরনের আয়োজন হারাতে থাকা খেলাধূলাকে ফিরিয়ে এনে আবার আগের মত সকলকে আনন্দ দেবে।” বীনাপানি স্পোর্টিং ইউনিয়ন এন্ড লাইব্রেরি এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক। ফি বছরই টুর্নামেন্টটি হয়ে থাকে। তবে এবার টলিউড শিল্পীকে নিয়ে আসার মূল লক্ষ্যই হল খেলাধূলার প্রতি মানুষজনের আগ্রহ আরও বাড়ানো।
এদিন সোহমকে দেখতে সেই দুপুর থেকে ঝালদা পুর শহরের মেরি আপকার ময়দানে ভিড় জমে। সেই ভিড়ে অধিকাংশ জনই ছিলেন তরুণ–তরুণী। এদিন উদ্বোধনের সময় মৃত
যুবকদের পরিবারকে সম্মান জানিয়ে তাঁদের ছবিতে শ্রদ্ধা জানান সোহম। টলিউড অভিনেতার কাছে যেতে হুড়োহুড়ি পড়ে যায় মাঠে। অভিনেতার সঙ্গে সেলফি
তুলতে উৎসাহের শেষ ছিল না মাঠে থাকা তরুণ–তরুণীদের। ক্লাবের অন্যতম কর্মকর্তা রোহিত আগরওয়াল বলেন, “বাংলা–ঝাড়খণ্ডের ১৬টি দলকে নিয়ে এই টুর্নামেন্ট। এবার এই টুর্নামেন্ট আমরা একটু অন্যরকমভাবেই আয়োজন করলাম।” এদিন উদ্বোধন অনুষ্ঠানে
কলকাতার গায়কদের পাশাপাশি ছিলেন জেলার লোকশিল্পীরাও।
ছবি- সুনীতা সিং
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.