Advertisement
Advertisement

Breaking News

‘প্রজাপতি’ বিতর্ক অতীত, সিনেমা হিট করাতে ‘দেব-মিঠুন’ ম্যাজিকই অস্ত্র? নতুন প্ল্যান সোহমের

রাজনৈতিক বিরোধিতা সরিয়ে সিনেপর্দায় ম্যাজিক দেখানোর পরিকল্পনা।

Soham Chakraborty plans to produce Dev, Mithun starrer film, reports| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 17, 2023 12:22 pm
  • Updated:August 17, 2023 12:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারী উত্তরপর্বে টলিউডের ‘তুরুপের তাস’ ছিল দেব। ‘টনিক’ দিয়েই বাংলা সিনেইন্ডাস্ট্রি চাঙ্গা করেছিলেন। এরপর মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে ‘প্রজাপতি’তে ম্যাজিক দেখিয়ছেন দেব। এবার বক্সঅফিসে যখন রমরমিয়ে চলছে ‘ব্যোমকেশ’, সেই সময়ে শোনা গেল, দেব-মিঠুন জুটি নাকি আবারও পর্দায় ফিরতে চলেছে। আর এর নেপথ্যে টলিপাড়ারই আরেক অভিনেতা, যিনি বর্তমানে প্রযোজকও। সোহম চক্রবর্তী।

‘প্রধান’ সিনেমার সেটেই নাকি দেব-মিঠুন জুটিকে পর্দায় ফেরানোর পরিকল্পনা কষে ফেলেছেন সোহম চক্রবর্তী। দর্শককে হলমুখো করতে সুপারস্টার কাস্টিংই এখন বড় অস্ত্র! টলিপাড়ার পরিচালক-প্রযোজকরা ইতিমধ্যেই সেই পথে হাঁটছেন। এবার সেই কৌশল খাঁটিয়েই নতুন ছবির প্ল্যান ছকে ফেলেছেন দেব-সোহম।

Advertisement

দেবের প্রধান সিনেমায় সোহমকে দেখা যাবে বিশেষ ভূমিকায়। কানাঘুষো শোনা যাচ্ছে, পর্দায় এবার দুই টলিউড তারকাকে সম্মুখ সমরে দেখা যাবে। আর সিনেমার শুটিংয়ের ফাঁকেই একজোটে হিট সিনেমা উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন তাঁরা। প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করবেন সোহম। তবে ‘মেগাস্টার’ মিঠুন চক্রবর্তীর গগনচুম্বী পারিশ্রমিকে অসুবিধে না হলেই এই সিনেমা ফ্লোরের মুখ দেখবে। প্রাথমিক পর্যায়ে তাঁর সঙ্গে দেব-সোহমের কথাও নাকি হয়েছে।

[আরও পড়ুন: ‘একটা প্রতিষ্ঠান শুধু টার্গেট হতে পারে না’, যাদবপুরের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক শ্রীলেখা!]

প্রসঙ্গত, রাজনৈতিক ময়দানে বিপরীত শিবিরের হলেও দেবের সঙ্গে মিঠুনের সম্পর্ক বেজায় ভাল। বিজেপির সদস্য মিঠুন ‘প্রজাপতি’র শুটিং শেষ করে তৃণমূল সাংসদ দেবের বাড়িতেও গিয়েছিলেন। অন্যদিকে সোহমও রাজ্যের শাসক দলের বিধায়ক। তবে তাঁদের রাজনৈতিক মতাদর্শ যে এক্ষেত্রে কোনও অন্তরায় হয়ে দাঁড়াবে না, তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, বিপরীত শিবিরের দুই তারকা দেব-মিঠুনকে একফ্রেমে দেখে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, ‘প্রজাপতি’র বক্সঅফিসের মার্কশিটই তার সমস্ত জবাব দিয়ে দিয়েছে। দেব-মিঠুন জুটির মিষ্টি রসায়ন যেমন দর্শকদের মুখে হাসি ফুটিয়েছিল, তেমনই ভিজিয়ে ছিল চোখের কোণ। এবার শোনা যাচ্ছে, অভিনেতা তথা প্রযোজক সোহম চক্রবর্তীর সুবাদেই আবারও একফ্রেমে ধরা দিতে চলেছেন দেব-মিঠুন। নেপথ্যে । সূত্রের খবর সত্যি হলে, সোহমের প্রযোজনা সংস্থা যে টলিপাড়ায় বড়সড় চমক দিতে চলেছে, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: ‘১টা হিট দিয়েই ২০০ কোটির দেমাগ’! দুস্থদের দূর-দূর করে তাড়িয়ে কটাক্ষের শিকার সানি দেওল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement