ক্ষীরোদ ভট্টাচার্য: সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত মিঠুন চক্রবর্তী। ভর্তি রয়েছেন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে। ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। সেইসময়ে সেটে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক তথা মিঠুনের সহ-অভিনেতা সোহম চক্রবর্তীও। তিনিই নিজে গাড়ি চালিয়ে মহাগুরুকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ছোটেন শনিবার সকালে।
হাসপাতাল থেকে বেরিয়ে কী জানালেন সোহম? টলিউড অভিনেতা আশ্বস্ত করলেন যে, “মিঠুনদা ভালো আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এখন।” বাইপাস সংলগ্ন এক অঞ্চলে শনিবার সকালে চলছিল ‘শাস্ত্রী’ ছবির শুটিং। যে সিনেমায় বহুদিন বাদে দেবশ্রী-মিঠুন জুটিকে দেখা যাবে। তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী ‘শাস্ত্রী’র প্রযোজক। এছাড়া, তিনি নিজেও অভিনয় করছেন এই ছবিতে।
সূত্রের খবর, অসুস্থ বোধ করায় মিঠুন চক্রবর্তীকে সকাল ৯টা নাগাদ হাসপাতালে নিয়ে আসেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। জরুরি বিভাগের চিকিৎসকরা মহাগুরুকে পরীক্ষা করেন। এরপর তাঁকে রেডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়। উপসর্গ দেখে বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শে এমআরআই-ও করা হয় প্রবীন অভিনেতার। হাসপাতাল সূত্রে খবর, আপাতত মিঠুন চক্রবর্তীর অস্ত্রোপচারের প্রয়োজন নেই, ওষুধ দিয়ে অভিনেতাকে সুস্থ করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ডা. সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে গঠন করা হয়েছে একটি মেডিক্যাল বোর্ডও। সুস্থ হয়ে মিঠুন যেন দ্রুত সেটে ফিরতে পারেন, সেই অপেক্ষাতেই রয়েছেন ‘শাস্ত্রী’র গোটা ইউনিট।
জানা গিয়েছে, দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘শাস্ত্রী’। ছবির চিত্রনাট্য লিখছেন অর্ণব ভৌমিক এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের পুজোতেই নতুন এই ছবির মুক্তি পাওয়ার কথা। ছবিটি প্রযোজনা করছেন সোহম চক্রবর্তী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.