Advertisement
Advertisement
HAR MANA HAR TRAILER

মেয়েকে বড় করতেই ফের বিয়ের পিঁড়িতে সোহম, পাত্রীর তালিকায় পায়েল ও আয়ুষী!

মুক্তি পেল 'হার মানা হার' ছবির ট্রেলার।

Soham Chakraborty and Payal Sarkar's new movie Har mana har Trailer out | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 27, 2022 4:26 pm
  • Updated:August 27, 2022 4:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে এল পরিচালক রাজা চন্দর নতুন ছবি ‘হার মানা হার’-এর ট্রেলার। ছবিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty), পায়েল সরকার (Payal Sarkar), আয়ুষী তালুকদার (Ayoshi Taludar)। এছাড়াও এই ছবিতে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী ও শিশুশিল্পী সিলভিয়া দে।

এই ছবির ট্রেলার দেখেই ইঙ্গিত পাওয়া গেল এটি সম্পর্কের টানাপোড়েন ও ত্রিকোণ প্রেমের গল্প বলতে চলেছে। ছবির গল্প এগোবে শিশুশিল্পী সিলভিয়াকে কেন্দ্র করে। ছবিতে সোহমের চরিত্রের নাম বিক্রম। সোহমের মেয়ের চরিত্রেই দেখা যাবে সিলভিয়াকে। সিলভিয়াকে বড় করার জন্যই আবার বিয়ের সিদ্ধান্ত নেয় সোহম। বিক্রম বিয়ে করতে রাজি হতেই শুরু হয় পাত্রীর খোঁজ।

Advertisement

[আরও পড়ুন: সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর আশঙ্কা! দিল্লিতে শোয়ের অনুমতি পেলেন না কমেডিয়ান ফারুকি ]

 

নানান ডেটিং অ্যাপ ও অনলাইন ম্যারেজ সাইট ঘেঁটে পাত্রীর সন্ধান শুরু করা হয়। এবং শেষ পর্যন্ত একজনের সঙ্গে বিয়ে ঠিকও হয় বিক্রমের। কিন্তু এই সমস্ত কিছুর মাঝেই বিক্রমের জীবনে আসে অপর একজন নারী, নাম বুলবুলি। তাকে মায়ের মতোই ভালবেসে ফেলে মিষ্টি। এবার কাকে বাছবে বিক্রম? কার হাত ধরবে শেষ পর্যন্ত? এই টানাপোড়েন নিয়েই তৈরি হচ্ছে ছবি ‘হার মানা হার’। ছবি মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর।

[আরও পড়ুন: কৌশিক গঙ্গোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক, ‘লক্ষ্মী ছেলে’র মতো ছবি গত ৫ বছরে তৈরি হয়নি ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement