Advertisement
Advertisement

Breaking News

Barrackpore web series

বারাকপুরের রাজনৈতিক উত্তাপ এবার ওয়েব সিরিজে! সোহেলের পরামর্শদাতা অর্জুন সিং

মদন মিত্র, নুসরত জাহানদের উপস্থিতিতে লুক উন্মোচন।

Sohail Dutta to produce Barrackpore web series, Arjun Singh helping research work| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 1, 2023 5:29 pm
  • Updated:October 1, 2023 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক দুনিয়ার সঙ্গে বর্তমানে গ্ল্যামারজগৎ মিলেমিশে একাকার। সিনেপাড়াতে রাজনৈতিক রং নতুন নয়। তারকাদের অনেকেই কেউ বিধায়ক-সাংসদ কিংবা স্বঘোষিত সমর্থক। অন্যদিকে রাজনৈতিক ময়দানের দাপুটে ব্যক্তিত্বরাও হালফিলে পর্দা কাঁপাচ্ছেন। দিন কয়েক আগেই রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজে নজর কেড়েছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। মদন মিত্রও বড়পর্দায় ডেবিউ করে ফেলেছেন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো বাংলা ধারাবাহিকের টাইটেল সংয়ের কথা ও সুরের নেপথ্যে। এবার অর্জুন সিংয়ের নামও জুড়ল ওয়েব সিরিজের সঙ্গে।

প্রথমটায় কানাঘুষো শোনা যাচ্ছিল, রাজ চক্রবর্তী (Raj Chakraborty) নাকি বারাকপুর নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন। একসময়কার দাপুটে বামনেতা তড়িৎ তপাদারের বাড়িতে যাওয়া থেকেই জল্পনার সূত্রপাত! আর সেই জল্পনার মাঝেই বারাকপুর নিয়ে ওয়েব সিরিজের ঘোষণা করে ফেললেন অভিনেতা সোহেল দত্ত (Sohail Dutta)। প্রযোজনার পাশাপাশি তিনি এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘স্বাস্থ্য’ উচ্চারণ করতে গিয়ে দুবার হোঁচট! দেবের ড্যামেজ কন্ট্রোল, ‘আমার বাংলা নিয়ে…’]

সোহলের প্রযোজনা সংস্থা ইয়েলো বার্ড এন্টারটেইনমেন্ট-এর ব্যানারেই এই ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। সূত্রের খবর, বারাকপুরের রাজনৈতিক ইতিহাসকে (Barrackpore Web Series) কেন্দ্র করেই ওটিটি প্ল্যাটফর্মের জন্য রগরগে গল্প সাজানো হয়েছে। আর সেই রিসার্চ ওয়ার্কে সাহায্য করছেন খোদ অর্জুন সিং। রাজ্যের শাসকদলের সঙ্গে সুসম্পর্ক থাকার জন্যই অভিনেতা-প্রযোজক সোহেলকে গবেষণায় সাহায্য করছেন তৃণমূল সাংসদ। পরিচালনায় ‘বুড়ো সাধু’ খ্যাত সৌভিক। সম্প্রতি অর্জুন সিং, মদন মিত্র এবং নুসরত জাহানদের উপস্থিতিতে বারাকপুর ওয়েব সিরিজের লুক প্রকাশ্যে এসেছে। যেখানে উপস্থিত ছিলেন বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়রাও।

[আরও পড়ুন: ‘আমি সেই মানুষটা আর নেই’, ‘দশম অবতার’-এ নতুন ঝাঁজে সৃজিত-অনুপম জুটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement