Advertisement
Advertisement
Angel Rai

‘জীবন্ত জ্বালিয়ে দেব’, খুনের হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

ঘটনার তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ।

Social media influencer Angel Rai lodged a police complaint after receiving death threats
Published by: Sayani Sen
  • Posted:March 24, 2025 9:48 am
  • Updated:March 24, 2025 9:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় লাগাতার প্রাণনাশের হুমকির অভিযোগ। এমনকী তাঁকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ মুম্বইয়ের সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই। বছর বাইশের ওই তরুণী বাঙ্গুর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ।

গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা ওই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাঁর দাবি, গত ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সোশাল মিডিয়ায় লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বিভিন্ন অপরিচিত ব্যক্তি সোশাল মিডিয়া মারফৎ তাঁকে হুমকি দেয় বলেই অভিযোগ। ওই সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলি ব্লকও করে দিয়েছেন তিনি। তা সত্ত্বেও রেহাই পাননি। সম্প্রতি গত ১৬ মার্চ, ই-মেল মারফৎ তাঁকে হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। ওই ই-মেলে তাঁকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয়। তাতেই রীতিমতো আতঙ্কিত ওই ইনফ্লুয়েন্সার। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ অ্যাঞ্জেল রাই। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে পুলিশ।

Advertisement

অ্য়াঞ্জেল রাই দীর্ঘদিন ধরে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করেন। সোশাল মিডিয়ায় বিপুল জনপ্রিয় তিনি। কমপক্ষে ২৫ লক্ষ ফলোয়ার তাঁর। সম্প্রতি ‘ঘোটালা’ নামে এক ওয়েব সিরিজে কাজ করছেন অ্যাঞ্জেল রাই। তার ট্রেলার মুক্তি হয়েছে সদ্যই। তারপর থেকেই ইনফ্লুয়েন্সার আরও বেশি করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলেই দাবি। এই হুমকির জেরে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। আতঙ্কে দিন কাটাচ্ছেেন অ্যাঞ্জেল রাই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub