Advertisement
Advertisement
Lata Mangeshkar

‘লতা মঙ্গেশকরের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়াবেন না’, সকলের কাছে আরজি স্মৃতি ইরানির

কিংবদন্তি শিল্পী সম্পর্কে ভুয়ো খবর ছড়ানোয় ক্ষুব্ধ তাঁর পরিবার ও চিকিৎসকরা।

Smriti Irani asked everyone to avoid speculation & continue to pray for Lata Mangeshkar | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 22, 2022 9:14 pm
  • Updated:January 22, 2022 9:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও ICU-তেই রয়েছেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। কিংবদন্তি সংগীতশিল্পীকে সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন অভিজ্ঞ চিকিৎসকরা। এর মধ্যেই তাঁর সম্পর্কে ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে বেজায় ক্ষুব্ধ কিংবদন্তি শিল্পীর পরিবার। সকলকে এই ধরনের গুজব না ছড়ানোর আবেদন জানিয়ে শনিবার বিকেলে টুইট করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। শুক্রবার রাতেও একই আরজি জানিয়েছেন বর্ষীয়ান গায়িকার মুখপাত্রও।

স্মৃতি ইরানি টুইটারে লিখেছেন, ‘‘লতাদিদির পরিবারের তরফ থেকে অনুরোধ করা হয়েছে তাঁকে নিয়ে গুজব না ছড়াতে। উনি চিকিৎসায় ভালই সাড়া দিচ্ছেন এবং ঈশ্বরের ইচ্ছেয় বাড়িও ফিরে আসবেন শিগগিরি। আসুন আমরা সব ধরনের গুঞ্জন থেকে সরে এসে লতাদিদির দ্রুত আরোগ্য কামনা করি।’’

Advertisement

[আরও পড়ুন: সরস্বতী পুজোর আগে স্কুলে চালু হতে পারে আংশিক ক্লাস, বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে শিক্ষাদপ্তর]

নিজের টুইটের সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন লতার চিকিৎসার দায়িত্বে থাকা ড. প্রতীত সামদানির একটি নোট। যেখানে ওই চিকিৎসক জানিয়েছেন, ‘‘লতাদিদি আগের তুলনায় অনেক বেশি উন্নতি করেছেন। এবং এই মুহূর্তে তিনি আইসিইউ-তে রয়েছেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন সেদিকেই আমরা নজর রেখেছি।’’

শুক্রবার রাতেও একই আরজি জানিয়েছেন লতা মঙ্গেশকরের মুখপাত্র। তিনি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘‘একটি আন্তরিক আবেদন। দয়া করে কোনও ভুয়ো খবরকে পাত্তা দেবেন না। লতাদিদি আইসিইউ-তে রয়েছেন। তাঁর চিকিৎসা করছে ড. প্রতীত সামদানির নেতৃত্বাধীন চিকিৎসকদের দল। ওঁর পরিবার ও চিকিৎসকদের একটু স্পেস দি‌ন।’’

[আরও পড়ুন: ক্যানসার ডেকে আনে সুপারি! উঠছে নিষিদ্ধ করার দাবি, খতিয়ে দেখার আশ্বাস কেন্দ্রের]

গত সপ্তাহে কিংবদন্তি সংগীতশিল্পীর করোনা (Coronavirus) আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জানা যায়, তার কিছুদিন আগেই হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। কোভিডের (COVID-19) পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে ৯২ বছরের শিল্পীর। সেই কারণেই তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ICU-তে রেখে চিকিৎসা করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement