Advertisement
Advertisement

Breaking News

‘রামায়ণ নিয়ে ছেলেখেলা হচ্ছে’, ‘আদিপুরুষ’ চুম্বন বিতর্কে কৃতী স্যাননকে কটাক্ষ ‘সীতা’ দীপিকার

আর কী বললেন অভিনেত্রী?

sita dipika chiklia reacts to om raut kissing kriti sanon| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 9, 2023 2:21 pm
  • Updated:June 9, 2023 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আদিপুরুষ’ ছবির ট্রেলার লঞ্চে কৃতী স্য়াননকে পরিচালক ওম রাউতের চুমু খাওয়ার ঘটনায় এবার মুখ খুললেন রামায়ণ ধারাবাহিকের সীতা অভিনেত্রী দীপিকা চিখলিয়া। সংবাদমাধ্যমে দীপিকা স্পষ্টই জানালেন, কৃতী স্যানন, সীতার চরিত্রে অভিনয় করলেও, সীতা হয়ে উঠতে পারেননি!

৭ জুন, বুধবার কৃতী স্যাননকে সঙ্গে নিয়ে তিরুপতি দর্শনে যান পরিচালক। ভেঙ্কটেশ মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময়ে নায়িকার গালে চুমু দিতে দেখা যায় ওম রাউতকে। ভক্তদের ভীড়ে খুব সাবলীলভাবেই পরিচালকের সঙ্গে কৃতীকে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। সেখানেই বিতর্কের সূত্রপাত! পবিত্র তীর্থস্থানে প্রকাশ্যে নায়িকার গালে চুম্বন করায় ওম রাউতকে তুলোধোনা করেছেন অনেকেই। এবার কৃতীকে তুলোধনা করলেন আগের সীতা দীপিকা চিকলিয়া।

Advertisement

[আরও পড়ুন: ‘চুমু-বিতর্ক’কে বুড়ো আঙুল! তিরুপতি-দর্শনে মনে বল পেলেন ‘সীতা’ কৃতী স্যানন]

দীপিকা বললেন, ”বর্তমান প্রজন্মের অভিনেতাদের একটা সমস্যা রয়েছে। তাঁরা চরিত্রের মধ্যে প্রবেশ করতেই পারেন না, আবেগটাও বুঝতে পারেন না।”

দীপিকা আরও বলেন, ‘আসলে ওদের কাছে রামায়ণ শুধুই হয়ত একটা সিনেমা। কৃতীও সেটাই ভাবেন। তাই ওসব চুমু। আসলে কৃতী নিজেকে সীতা ভাবতেই পারেননি।”

[আরও পড়ুন: ফের একবার ‘মসিহা’ সোনু সুদ, করমণ্ডল দুর্ঘটনাগ্রস্তদের জন্য খুললেন হেল্পলাইন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement