Advertisement
Advertisement

Breaking News

Dipika Chikhlia

প্রতিষ্ঠিত রামলালা, তবুও অযোধ্যায় চোখের জল ফেললেন ‘সীতা’ দীপিকা, সান্ত্বনা মোদির!

কেন কাঁদলেন টেলিপর্দার 'সীতা'?

Sita aka Dipika Chikhlia BREAKS Down in Ram Mandir, Modi Shares Video | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 24, 2024 6:41 pm
  • Updated:January 24, 2024 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ দিনের স্বপ্নপূরণ। অযোধ্যায় প্রতিষ্ঠিত রামলালা। গত ২২ জানুয়ারি নিয়ম মেনেই শুভ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হাতে প্রাণ পেল শিশু রাম। আর সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে পেরে টেলিপর্দার ‘সীতা’ দীপিকা চিখলিয়ার (Dipika Chikhlia) চোখের জল যেন আর বাঁধ মানতে চাইল না!

রোদচশমা ঢাকা চোখ থেকে আশ্রুধারা গড়িয়ে পড়ল গাল বেয়ে। ‘সীতা’ দীপিকার সেই আবেগঘন ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেছেন মোদিও। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর শেয়ার করা ভিডিওতে দেখে গেল রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের (Ram Mandir Inauguration) আবেগঘন টুকরো টুকরো মুহূর্ত ধরা পড়ল কোলাজে। ক্যাপশনে লেখা- “২২ জানুয়ারি অযোধ্যায় যা দেখলাম, বহু বছর তা আমাদের মনে রয়ে যাবে।” সেখানেই দেখা গেল, চোখের জল মুছছেন ‘সীতা’ দীপিকা চিখলিয়া। মোদির শেয়ার করা মুহূর্ত দেখে দীপিকার মন্তব্য, “আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে আমরা আশীর্বাদধন্য।”

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রের নিন্দে করেছিলেন লিন! সেই মণিপুরী কন্যাই স্বামী রণদীপ হুডার হাত ধরে রামমন্দিরে]

>

এদিন অযোধ্যার মন্দির উদ্বোধনে গিয়ে সীতা চোখের জল ফেললেও, রাম অরুণ গোভিল কিন্তু হতাশার কথা জানিয়েছেন। এতদূরে গিয়েও রামলালার দর্শন না পাননি তিনি। অরুণ এপ্রসঙ্গে জানিয়েছেন, “স্বপ্ন তো পূরণ হয়েছে, তবে আমি রামলালার দর্শন পেলাম না। তাই এইসময়ে আমি আর কোনও কথা বলতে চাই না।”

[আরও পড়ুন: অযোধ্যায় গিয়েই প্রেমের স্বীকারোক্তি, জোর গলায় কঙ্গনা বললেন, ‘হ্যাঁ, প্রেম করছি’, সামনেই বিয়ে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement