সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকালীন কলকাতায় জমজমাট কনসার্ট। শুরু করেছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। তার পর ব্রায়ান অ্যাডামস এসে মায়াবী রাত উপহার দিয়ে শহর তিলোত্তমাকে চাঙ্গা করে গেলেন। এবার বড়দিনের প্রাক্কালে কলকাতায় পা রাখছেন সুনিধি চৌহান (Sunidhi Chauhan)।
সুনিধির নতুন প্রযোজনা ‘আই অ্যাম হোম’ নিয়ে কলকাতায় আসতে চলেছেন গায়িকা। আর সেই কনসার্ট নিয়েই শহরে এখন তুমুল উন্মাদনা। জানা গেল, কলকাতার শ্রোতা অনুরাগীদের জন্য ক্ল্যাসিকাল মেলোডির পাশাপাশি বেশ কিছু চার্টবাস্টার গানও গাইবেন তিনি। আর সুনিধি মানেই চার্টবাস্টারে রাজত্ব করা দারুণ সব বলিউডি গান। সেই তালিকায় যেমন ‘ধুম মাচা লে’, ‘দেশি গার্ল’, ‘কামলি’ রয়েছে, তেমনই ‘ক্রেজি কিয়া রে’ ‘শীলা কি জওয়ানি’র মতো গানও রয়েছে। অতঃপর শীতের শহর যে আরও একবার সুনিধির হাত ধরে উষ্ণ হবে, তার আঁচ ইতিমধ্যেই পাওয়া গেল টিকিটের বিক্রি দেখে। তবে চমক এখানেই শেষ নয়! সুনিধির সঙ্গে কলকাতায় পা রাখছেন তামান্না ভাটিয়াও (Tamannaah Bhatia)। যিনি ‘স্ত্রী ২’ ছবিতে আজ কি রাত পারফরম্যান্সে ঝড় তুলে দিয়েছিলেন। আশা করা যায়, কলকাতাও তামান্নার সেই ম্যাজিক থেকে বঞ্চিত হবে না।
সেন্টারস্টেজ এবং হুজ নেক্সট -এর যৌথ উদ্যোগে ‘আই অ্যাম হোম’ আয়োজিত হয়েছে। বাংলায় সুনিধির অনুরাগীদের জন্য যে এটা সুবর্ণ সুযোগ, তা বলাই বাহুল্য। আগামী ২৪ ডিসেম্বর, বিশ্ব বাংলা প্রাঙ্গণে আসছেন সুনিধি চৌহান। টিকিটের দামও অবশ্য সাধ্যের মধ্যেই। শুরু হচ্ছে ১৯৯৯ টাকা থেকে। ২০২৫ সালের ১১ জানুয়ারি শিলিগুড়িতেও রয়েছে সুনিধির শো। দিন কয়েক আগেই শহর কলকাতার ঐতিহ্য ছুঁয়ে বাঙালিদের মন জয় করেছিলেন দিলজিৎ। গায়কের কলকাতা সফরের ভিডিও হিট। এবার সুনিধি শহরে এসে কী চমক দেন? সেটাই দেখার।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.