সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির (Ram Temple) তৈরির জন্য আর্থিক অনুদান দিলেন সোনু নিগম (Sonu Nigam)। লখনউতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) সঙ্গে দেখা করেন তিনি। সেখানেই অর্থ সাহায্য তুলে দেন। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয় ছবি।
Singer Sonu Nigam met Uttar Pradesh Chief Minister Yogi Adityanath at the latter’s residence, today in Lucknow. pic.twitter.com/r2fd8um2y0
— ANI UP (@ANINewsUP) January 25, 2021
লকডাউনের পর নিউ নর্ম্যাল, দীর্ঘ সময় দুবাইয়ে ছিলেন সোনু নিগম। কিছুদিন আগেই মুম্বইয়ে ফেরেন বলিউড গায়ক। সেখান থেকে রবিবার অযোধ্যায় যান। পৌঁছেই হনুমানগড়ি মন্দিরে গিয়ে পুজো দেন। বেরিয়ে এসে সাংবদিকদের জানান, অনেকদিন ধরেই অযোধ্যায় আসার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু মুম্বই ও দুবাইয়ে কাজের ব্যস্ততার জন্য এতদিন আসতে পারেননি। এবার সময় পেয়েছেন তাই চলে এসেছেন। অযোধ্যায় এসে অভিভূত সোনু নিগম। জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে রাম মন্দির নির্মাণের এই কাজে তিনিও অংশীদার হতে চান। সুযোগ পেলে মন্দিরে একটি ইট গাঁথতে চান। অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়া ভারতের গর্বের বিষয় বলেই জানান সোনু। দেশের সমস্ত বাসিন্দাকে এই মন্দির তৈরির কাজে সাহায্য করতে বলেন। রাম মন্দির নিয়ে একটি গানও তৈরি করার ইচ্ছা সোনু নিগমের।
মন্দিরের পাশাপাশি উত্তরপ্রদেশে ফিল্ম সিটি তৈরি প্রসঙ্গেও নিজের মতামত জানান সোনু নিগম। তাঁর মতে, বলিউড দেশের বিনোদনের প্রধান কেন্দ্র হতেই পারে। তার পাশাপাশি যদি উত্তরপ্রদেশেও উন্নতমানের আরও একটি ফিল্ম সিটি হয় তাহলে বিনোদন জগতের কর্মীদের উপকার হবে। কাজের পরিসর আরও অনেক বাড়বে। অনেক বেশি মানুষ কাজের সুযোগ পাবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.