Advertisement
Advertisement

Breaking News

সোনু নিগম, Sonu Nigam, Modi webseries

মোদির লেখা কবিতায় গান গাইলেন সোনু নিগম

প্রধানমন্ত্রীর লেখা দশটি কবিতাতেও হবে গান রেকর্ড।

Singer Sonu Nigam lends his voice to Modi's poem
Published by: Sandipta Bhanja
  • Posted:April 3, 2019 3:11 pm
  • Updated:April 3, 2019 3:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদির লেখা কবিতাকেই লিরিকস বানিয়ে গান গাইলেন সোনু নিগম। এই গান ব্যবহৃত হবে ওয়েব সিরিজে। নরেন্দ্র মোদির বায়োপিকের সঙ্গে সঙ্গে যে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে, সে খবর আগেই প্রকাশ্যে এসেছিল। পরিচালকের আসনে উমেশ শুক্লা। এবার জানা গেল, সেই ওয়েব সিরিজে গান হিসেবে ব্যবহৃত হবে মোদির লেখা কবিতাই। যার জন্য পরিচালক মোদির কাছ থেকে তাঁর ১০টি কবিতা ব্যবহারের অনুমতি চেয়ে নিয়েছেন। আর এই কবিতাকেই গান বানিয়ে গাইলেন সোনু নিগম। ওয়েব সিরিজের নাম ‘মোদি: জার্নি অফ আ কমন ম্যান’।

[আরও পড়ুন:  যৌন নিগ্রহের অভিযোগ, অপমানে আত্মঘাতী রকস্টার]

Advertisement

সূত্রের খবর অনুযায়ী, ইরোজ অরিজিন্যালের এই সিরিজে মোদির লেখা ‘শ্যাম কে রোগান রেলে’ কবিতাটিকেই গান হিসেবে রেকর্ড করেছেন সোনু। গানের সুর বেঁধেছেন সেলিম-সুলেমান জুটি। মোট দশটি পর্ব থাকছে এই ওয়েব সিরিজে। আর ওয়েব সিরিজের এই দশটি পর্বেই গান হিসেবে ব্যবহৃত হবে মোদির লেখা কবিতা। পর্বের সমাপ্তিতে ব্যবহার করা হবে এই গান। পরিচালক উমেশ শুক্লা বলেন, “আমরা প্রথমেই ভেবেছিলাম সোনু নিগমই একমাত্র এই কবিতাগুলোকে গান হিসেবে ফুটিয়ে তুলতে পারবে। ওর গলার স্বরই উপযুক্ত এর জন্য। সলিম-সুলেমানের দেওয়া সুরে এই গান অসাধারণভাবে গেয়েছেন সোনু। গত বছর জুনেই প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদনপত্র পাওয়ার জন্য অনুমতির চেয়েছিলাম। আর উনিও আপত্তি করেননি।”

[আরও পড়ুন:  ক্যাপ্টেন বিক্রম বাত্রার বায়োপিকের জন্য প্রস্ততি শুরু সিদ্ধার্থের]

এপ্রিলেই মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘মোদি: জার্নি অফ আ কমন ম্যান’। মোদির শৈশব থেকে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত পুরো জার্নিটাই তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে। সদ্য মুক্তি পাওয়া ৩ মিনিট ১৬ সেকেন্ডের ট্রেলার অন্তত এমনটাই দাবি করছে। সিরিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকায় দেখা যাবে অভিনেতা আশিস শর্মাকে। কিশোর মোদির চরিত্রে অভিনয় করেছেন ফয়জল খান। ট্রেলারে যেমন উঠে এসেছে মোদির জীবনকাহিনি, তেমনই উঠে এসেছে গুজরাটের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং জরুরি অবস্থার কথা। সেন্সর বোর্ডের সদস্য মিহির ভুটা ও রাধিকা আনন্দ লিখেছেন এর চিত্রনাট্য।

দেখুন ওয়েব সিরিজের ট্রেলার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement