Advertisement
Advertisement

Breaking News

Singer Sona Mohaptra cleavages

‘নারীবাদীদেরই ক্লিভেজ দেখাতে হয় কেন?’, নেটিজেনের প্রশ্নের যোগ্য জবাব দিলেন সোনা মহাপাত্র

উত্তরে কী বললেন গায়িকা?

Singer Sona Mohaptra gives response to a troller who talks about cleavages ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 19, 2020 11:39 am
  • Updated:October 19, 2020 11:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ক্লিভেজ’ তথা বক্ষ বিভাজিকা নিয়ে এক নেটিজেনের প্রশ্নের যোগ্য জবাব দিলেন গায়িকা সোনা মহাপাত্র (Sona Mohapatra)। সম্প্রতি যোগী যোগী নামে ব্যক্তি টুইটারে একটি পোস্টে লেখেন, “পুরুষদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য সমস্ত নারীবাদীদেরই বক্ষ বিভাজিকা দেখাতে হয় কেন?”

এই পোস্টটি গায়িকাকে ট্যাগ করে ওই ব্যক্তি আরও লেখেন, “আপনার কিছু কিছু সাক্ষাৎকার পড়লে মনে হয়, আপনি বলিউড গ্যাংয়ের দলবাজির শিকার। অথচ সেই বলিউড গ্যাংয়ে থাকার জন্যই যেন আপনি তাদের মুগ্ধ করার অবিরত চেষ্টা করে চলেছেন! এই বৈপরীত্য চোখে পড়ে।”

[আরও পড়ুন: সুশান্ত মামলায় পালটা লড়াইয়ের পথে রিয়া? অঙ্কিতার বিরুদ্ধে নিতে পারেন আইনি পদক্ষেপ]

বরাবরের স্পষ্টবাদী সোনা এর উত্তরে ওই নেটিজেনকে লেখেন, “অন্যদের সঙ্গে কথা বলার আগে নিজের মস্তিষ্কে যে ক্লিভেজ (Cleavages) রয়েছে, তার চিকিৎসা করান। তারপর না হয় কোনও এক নারীবাদীর বলিউড গ্যাংকে মুগ্ধ করার চেষ্টা নিয়ে গবেষণা করবেন।” 

প্রসঙ্গত দিনকয়েক আগেই কঙ্গনা রানাউতের (Kangana Ranawat) সঙ্গেও বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন এই গায়িকা। কঙ্গনাকে নিয়ে মন্তব্য করার কারণে, কঙ্গনার বোন রঙ্গোলি চান্ডেলের রোষের মুখে পড়েছিলেন তিনি। তবে সেবারও পালটা জবাব দিতে ছাড়েননি সোনা।

[আরও পড়ুন: সুস্থতার পথে সৌমিত্র চট্টোপাধ্যায়, গল্প শোনানোর পাশাপাশি চলছে তাঁকে হাঁটানোর চেষ্টা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement