Advertisement
Advertisement

Breaking News

Silajit

শিলাজিতের ‘ঝিন্টি’ গানের নামে যাত্রাপালা! ‘উকিল খুঁজব নাকি’, মন্তব্য গায়কের

২০০৯ সালে প্রকাশিত শিলাজিতের 'X= প্রেম' অ্যালবামে ছিল এই গানটি।

Silajit's song Jhinti used as name of a stage play | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 21, 2022 2:51 pm
  • Updated:April 22, 2022 8:30 am  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: শিলাজিতের গানের লাইন চুরি করে যাত্রাপালার নাম! এভাবে একাধিক বার গান, অ্যালবামের নাম চুরি হলে, শিলাজিৎ তো বিপাকেই পরবেন। গান গাইবেন, নাকি এসব নিয়ে ভাবতে বসবেন!  এর আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নতুন ছবির জন্য শিলাজিতের অ্যালবাম থেকে নাম ধার করেছিলেন। সেই ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’ নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল শুরু হয়ে গিয়েছিল। প্রকাশ্যে সৃজিতকে একহাত নিয়েছিলেন শিলাজিৎ। আর এবার যাত্রার নামে শিলাজিতের গানের ব্যবহার! তাও আবার সেই ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’ অ্যালবামেরই গান ‘ঝিন্টি, তুই বৃষ্টি হতে পারতিস’!

ভাবছেন এ আবার কেমন কাণ্ড! যাত্রায় শিলাজিতের গান? হ্যাঁ, ঠিক পড়েছেন। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি ফেসবুকে শিলাজিৎ এই নিয়ে পোস্ট করেছেন। সেই পোস্টে শিলাজিৎ শেয়ার করেছেন যাত্রার পোস্টারও। যার নাম ‘ঝিন্টি, তুই বৃষ্টি হতে পারতিস!’ এই পোস্টের ক্যাপশনে শিলাজিৎ লিখলেন, ‘কতজনকে আটকাব। গান ভাবব, নাকি উকিল খুঁজব।’

Advertisement

[আরও পড়ুন: প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের শিশুকন্যার নামকরণ! জানেন কী নাম রাখা হল? ]

যাত্রাপালার নামে ‘ঝিন্টি’র নাম ব্যবহার করা নিয়ে সংবাদ মাধ্যমে শিলাজিৎ জানিয়েছেন, ”এসব এখন আর গায়ে মাখি না। রাগও হয় না। বরং একটা জিনিস ভেবে ভাল লাগে আমার সৃষ্টি নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয়। আমার সৃষ্টিগুলো আমাকে ছাপিয়ে যাচ্ছে, এটাই আমার সবচেয়ে ভাললাগা।’

২০০৯ সালে বাংলা অ্যালবামের এরকম নাম রাখতে গিয়ে বেশ সমস্যায় পড়েছিলেন গায়ক। অনেক কষ্টে ক্যাসেট কোম্পানিকে নাকি রাজিও করেছিলেন তিনি। শুধু নাম নয়, গোটা অ্যালবাম ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’ দারুণ হিট হয়েছিল সেই সময়ে। সৃজিত তাঁর ছবির জন্য এই নাম ব্যবহার করায়, ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছিলেন শিলাজিৎ। যাত্রাপালায় শিলাজিতের সেই অ্যালবামের গান ব্যবহার করায়, অতীতের ঘটনাই আবার মাথাচাড়া দিয়ে উঠল সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: চুরাশির দাঙ্গা নিয়ে ‘দিল্লি ফাইলস’ করার পরিকল্পনা! শিখ সম্প্রদায়ের রোষে পরিচালক বিবেক অগ্নিহোত্রী ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement