Advertisement
Advertisement
Singer Sidhu

পরনে মাস্ক, বিছানায় শুয়ে রক্ত দিচ্ছেন সিধু, ছবি পোস্ট করতেই হইচই নেটপাড়ায়

হঠাৎ কী হল গায়কের?

Singer Sidhu new photo goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 14, 2023 8:06 pm
  • Updated:June 14, 2023 8:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার হঠাৎ করে ফেসবুকে একটা ছবি শেয়ার করলেন জনপ্রিয় গায়ক সিধু। যে ছবি দেখে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেলেন গায়কের অনুরাগীরা। সিধুর ফেসবুকের কমেন্ট বক্সে সিধুকে সোজা প্রশ্ন নেটিজেনের। ‘কী হয়েছে আপনার? হঠাৎ এমন ছবি কেন?’

বিষয়টা হল, সিধু যে ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে মুখে মাস্ক পরে শুয়ে আছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: অভিশপ্ত ১৪জুন! সুশান্তের সঙ্গে ভিডিও পোস্ট রিয়ার, ‘বিহারে আয়, দেখে নেব’, এল হুমকি]

তবে অবশেষে নেটিজেনদের চিন্তার অবসান ঘটিয়েছেন সিধু। কমেন্ট বক্সেই নিজে লিখেছেন, একেবারে সুস্থ রয়েছেন তিনি। গায়ক স্পষ্ট জানালেন তিনি আসলে রক্তদান করেছেন। আর সেই ছবি পোস্ট করাতেই বিভ্রান্তি।

কয়েকদিন আগে শহর খ্য়াত গায়ক অনিন্দ্য বসুর ফেসবুক স্বেচ্ছামৃত্যুর পোস্টে দেখে তাঁর বাড়িতে ছুটে গিয়েছিলেন সিধু। সিধুর এই ধরনের উদ্যোগে গায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল অনুরাগীরা। আর এবার রক্তদানের খবর পেয়ে আপ্লুত সিধুর ফ্যানরা।

[আরও পড়ুন: ‘সাথী’র বিজয় থেকে টলিউডের ‘বস’! ইন্ডাস্ট্রিতে ২১ বছর কাটিয়ে আবেগঘন জিৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub