Advertisement
Advertisement
Singer Shaan

‘হিন্দু হয়ে ইফতারে কেন?’, নেটপাড়ার রোষানলে গায়ক শান, শুনতে হল ‘কাফের’ কটাক্ষ

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে নেটপাড়ার রোষানলে গায়ক!

Singer Shaan attends Asif Bhamla’s Iftar party in Mumbai
Published by: Sandipta Bhanja
  • Posted:March 26, 2025 8:02 pm
  • Updated:March 26, 2025 8:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পবিত্র রমজান মাস। দুয়ারে কড়া নাড়ছে ইদ। আমজনতার পাশাপাশি দেশের সেলেবমহলও ইদ উদযাপনের জন্য প্রস্তুত। এমন আবহেই সম্প্রতি মুম্বইয়ের খ্যাতনামা পরিবেশবিদ আসিফ ভামলার ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন শান। রমজানের শুভেচ্ছা জানিয়ে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দিয়েছেন গায়ক। বিশেষ করে নেটপাড়ার নজর কেড়েছে শানের সাজপোশাক। তবে একাংশ আবার ইফতার পার্টিতে গায়ককে দেখে রে রে করে উঠেছেন! ‘হিন্দু হয়ে ইফতারে কেন?’, প্রশ্ন তুলে কটাক্ষ করতেও ছাড়েননি তাঁরা।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেল, ২০০৬ সালের ‘ফানহা’ সিনেমার জনপ্রিয় গান ‘চাঁদ সিফারিশ’ গাইছেন শান। যে আদতে তাঁরই গাওয়া। সেই গান ধরেই আসিফ ভামলার ইফতার পার্টি মাতিয়ে দেন গায়ক। পরনে সাদা কুর্তা-পাজামা। গলায় সবুজ উত্তরীয়। মাথায় সাদা কাশ্মীরি টুপি। হাসিমুখে সকলের সঙ্গে আলাপচারিতা সেরে অনুরাগীদের সেলফির আবদার মেটাতেও দেখা যায় শানকে। উপস্থিত ছিলেন গায়ক স্টিবেন বেনও। শানের সেই সৌহার্দমূলক ভিডিও দেখে যখন অনুরাগীরা ধন্য ধন্য করছে, তখন নেটপাড়ার একাংশ ‘ধর্ম’ নিয়ে কটাক্ষ শুরু করেছে।

Advertisement

কারও মন্তব্য, ‘মুসলিম ধর্মে গান গাওয়া হারাম।’ কারও কটাক্ষ, ‘হিন্দুরাই এভাবে হিন্দুদের শত্রু হয়ে ওঠে।’ কেউ বলছেন, ‘হাতে কোনও কাজ নেই আপনাদের, ইফতারে কেন গিয়েছেন?’ কেউ তাঁকে ‘পাকিস্তানি কাফের’ বলেও কটাক্ষ করলেন। এহেন নেতিবাচক মন্তব্যে ছেয়ে গিয়েছে পোস্টের কমেন্ট বক্স। তবে এক ডাকে ইফতারে হাজির হওয়ায় প্রশংসাও অবশ্য কম কুড়োননি শান। গায়ক নিজে কোনও প্রতিক্রিয়া না দিলেও তাঁর অনুরাগীরাই পালটা নিন্দুকদের মনে করিয়ে দিয়েছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বিগত কয়েক দশকের কেরিয়ারে একাধিক হিট গান উপহার দিয়েছেন শান। যা বর্তমান চার্টবাস্টারে আজও রাজত্ব করে। সম্প্রতি ‘সিকন্দর’ সিনেমায় ‘ব্যোম ব্যোম ভোলে’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। হোলির প্রাক্কালে মুক্তিপ্রাপ্ত যে গান বেশ প্রশংসা কুড়িয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub