সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৃষ্টিহীনতা তাঁর চলার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। নিজের সুরের মহিমায় গানের ভুবনে উজ্জ্বল সায়নী পালিত (Sayani Palit)। তবে সম্প্রতি সোশাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। অভিযোগ, আর জি কর সংক্রান্ত একটি ভিডিওতে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে। এতেই অসন্তুষ্ট গায়িকা, তাঁর পরিবার ও টিম। “এরকম একটা অপপ্রচার চালাবেন না”, ফেসবুক ভিডিওর মাধ্যমে আর্জি সায়নীর।
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। অভিযোগ, এই সংক্রান্ত একটি কবিতার ভিডিও জনৈক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়। তাতে সায়নীর ছবি থাম্বনেল হিসেবে ব্যবহার করা হয়। ফেসবুকে এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ভিডিও বার্তায় সায়নী বলেন, “এই পরিস্থিতিতে আমরা অত্যন্ত মর্মাহত। খুব নেগেটিভ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার সাথে ব্যক্তিগতভাবে একটা অদ্ভূত ঘটনা ঘটে যেটাতে আমি, আমার পরিবার এবং আমার টিম, আমরা অত্যন্ত অসন্তুষ্ট। তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না।”
কী হয়েছে তাঁর সঙ্গে, সেই কথা জানাতে গিয়ে সায়নী বলেন, “আমার ছবি ব্যবহার করে এই যে সম্প্রতি যে ঘটনা ঘটেছে (আর জি করের চিকিৎসক মৃত্যু) সেই মেয়েটির ঘটনার সঙ্গে রুদ্রনীলদার একটি কবিতা একটি জনৈক চ্যানেল পাবলিশ করে। প্রথমে ইউটিউবে করা হয়।”
সায়নী জানান, এই ছবির সামনে ধূপকাঠিও ছিল। আর তা প্রথমে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। স্ক্রিনশট পেয়ে সায়নী প্রথমে ভেবেছিলেন ভুল করে হয়তো এই কাজ করা হয়েছে। পরে আবার তা ব্লারও করে হয়। তা নাকি সরিয়েও ফেলা হয়।
কিন্তু তার পর ফেসবুকেও এই ভিডিও ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। সায়নীর কাছে একের পর এক স্ক্রিনশট আসছে। গায়িকার বক্তব্য, “ফেসবুকেও এটা ছড়ানো হচ্ছে। তাহলে তো এটা ধরে নিয়ে হয় এটা ভুল নয় এটা ইচ্ছাকৃতভাবে একটি অত্যন্ত খারাপ জিনিসের সঙ্গে আমাকে জড়ানো হচ্ছে। আমি, আমার পরিবার, আমার টিম প্রত্যেকে প্রতিবাদ করছি। প্লিজ আপনারা এরকম করবেন না। আমাদের এমনিতেই মনখারাপ। এরকম একটা খারাপ ঘটনা যেন কারও সঙ্গে না হয়। কিন্তু আমার ছবিকে থাম্বনেল হিসেবে ব্যবহার করে এরকম একটা অপপ্রচার আপনারা চালাবেন না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.