Advertisement
Advertisement
A R rahman

‘ব্যক্তিগত আক্রমণ ঠিক নয়’, রহমানকে বাঁচাতে আসরে ‘লৌহ কপাটে’র গায়ক রাহুল

আর কী বললেন গায়ক?

Singer Rahul Dutta reaction on a r rahman Karar Oi Louho Kapat| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 10, 2023 2:07 pm
  • Updated:November 10, 2023 7:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’র রিমেক করলেন এ আর রহমান (A R Rahman)। ‘পিপ্পা’ (Pippa) ছবিতে শোনা গেল কালজয়ী সেই গান। বিতর্কের শুরু এখান থেকেই। ‘কারার ওই লৌহ কপাটে’র রিমেক শুনে রীতিমতো ক্ষেপে লাল বাঙালি শ্রোতারা। রহমানকে সোজা চাপ… ‘নজরুল ইসলামের অপমান করেছেন রহমান। নষ্ট করেছেন গানের আসল ভাব ও স্বাদ।’ নেটপাড়া জুড়ে হইচই। এই বিতর্কে মুখ খুলেছেন বাংলা শিল্পীরাও। তাঁরাও ভালো চোখে দেখছেন না রহমানের এই এক্সপেরিমেন্টকে।

তবে ‘কারার ঐ লৌহ কপাট’ (Karar Oi Louho Kapat) বিতর্কে কিছুটা হলেও, রহমানের পাশে দাঁড়ালেন এই রিমেক গানেরই গায়ক রাহুল দত্ত। বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রথমেই যেন গা বাঁচালেন তিনি। সংবাদমাধ্য়মে রাহুল জানালেন, ‘কোভিডের সময়েই রেকর্ড হয়েছিল। গানটা কীভাবে আসছে, কোন ছবির জন্য আসছে, কিছু জানতাম না।’

Advertisement

[আরও পড়ুন: নজরুলকে চূড়ান্ত অসম্মান রহমানের! ‘কারার ওই লৌহ কপাট’ রিমেক শুনে ক্ষুব্ধ নেটপাড়া]

রাহুলের কথায়, ”অনেকেই আঘাত পেয়েছে এই গান শুনে। সেটা অস্বীকার করছি না। পুরোটাই তাঁদের ব্যক্তিগত ভাবনা-চিন্তা। কিন্তু আমার মতে এ আর রহমানের মতো সুরকারকে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে। উনি এটা ডিসার্ভ করেন না।”

তবে শুধু রাহুল দত্ত নয়। এই গানটি গেয়েছেন তীর্থ ভট্টাচার্য, পীযূষ দাস, শ্রয়ী পাল, শালিনী মুখোপাধ্য়ায়, দিলাসা চৌধুরীর মতো শিল্পীরা।

[আরও পড়ুন: ‘রাম-সীতা শুধু ঈশ্বর নন ভারতের সম্পদ’, জাভেদ আখতারের মুখে ‘জয় সিয়া রাম’ ধ্বনি]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement