Advertisement
Advertisement
নেহা কক্কর

‘এতটা নির্দয় হবেন না!’, ইনস্টাগ্রামে অবসাদগ্রস্ত পোস্ট গায়িকা নেহা কক্করের

কেন এমন পোস্ট করলেন গায়িকা?

Singer Neha Kakkar writes post on ‘ending life’ on Instagram Status
Published by: Tanujit Das
  • Posted:August 12, 2019 6:13 pm
  • Updated:May 19, 2020 11:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক বিভোর পরাসরের সঙ্গে প্রখ্যাত গায়িকা নেহা কক্করের প্রেমের খবরে দীর্ঘদিন ধরেই সরগরম বলিউড৷ বিষয়টি নেহা-বিভোর উড়িয়ে দিলেও, তা মানতে নারাজ অনুগামীরা৷ আর তাতেই তিতবিরক্ত নেহা কক্কর ইনস্টাগ্রাম দিলেন চরম অবসাদগ্রস্ত একটি পোস্ট৷ যাকে ঘিরে গায়িকার ফ্যানদের মধ্যে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে৷ 

[ আরও পড়ুন: নতুন রূপে ধরা দিলেন বরুণ, ‘কুলি নম্বর ওয়ান’-এ গ্ল্যামারাস সারা ]

Advertisement

রবিবার ইনস্টাগ্রাম পোস্টে নেহা লেখেন, ‘‘যখন আমি এটা লিখছি, তখন আমি ভাল অবস্থায় নেই৷ শারীরিকভাবে নয়, মানসিকভাবেও নয়৷ কিন্তু আমাকে মুখ খুলতেই হবে! ওরা ভাবতেই চায় না যে, আমি কারও মেয়ে, বোন হতে পারি৷ সারা জীবন ধরে আমি কঠোর পরিশ্রম করেছি৷ চেষ্টা করেছি যাতে পরিবারের সদস্যদের এবং পরিচিতদের গর্বিত করার৷ কেন ওরা এই ধরনের গুজব ছড়ায়? একবারও ভাবে না, এই ধরনের গুজব একজনের পরিবারের প্রতি কতটা বাজে প্রভাব ফেলতে পারে৷ সেলেবরাও মানুষ! নির্দয় হওয়া বন্ধ করুন৷ একজনের ব্যক্তিগত জীবন ও চরিত্র নিয়ে আলোচনা বন্ধ করুন৷ এমন কিছু করবেন না, যাতে ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগতে থাকে৷ যদি আপনি কারও বাবা বা ভাই হন, তবে নিজের মেয়ে বা বোনের সঙ্গে এমনটা করতে পারবেন? দয়া করে কাউকে এতটাও অবসাদের দিকে ঠেলে দেবেন না যাতে, সে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবে!!’’

[ আরও পড়ুন: পটুয়া-কলমকারি-মধুবনী চিত্রকলায় গান্ধীজি, শান্তিনিকেতনে দু’দিনের অভিনব প্রদর্শনী ]

যদিও এই অবসাদগ্রস্ত লেখার পরই আরও একটি পোস্ট করেন নেহা কক্কর৷ যেখানে তিনি লেখেন, ‘‘যাঁরা আমার কথা ভাবেন৷ তাঁরা দয়া করে ব্যথিত হবেন না৷ আমি সুস্থ হয়ে উঠব৷ খারাপ সময় চলছে৷ কাটিয়ে উঠব৷ আমাকে ভাল হতেই হবে৷ আজ রাতে অনুষ্ঠান করতেই হবে৷ যদি আপনি এইসব বদল ঘটতে চান, তবে মানসিকতার পরিবর্তনের চেষ্টা করুন৷ ওদের এসব বন্ধ করতে বলুন! যে সমস্ত খবর মানুষের জীবনকে দুর্বিসহ করে তোলে, তাতে ‘না’ বলুন৷’’ বর্তমানে ইংল্যান্ডে অনুষ্ঠান করতে গিয়েছেন বলিউডের এই বিখ্যাত গায়িকা৷ রবিবার ইনস্টাগ্রামে অনুষ্ঠানের ছবিও শেয়ার করেছেন তিনি৷


লিখেছেন, Thank You #London #NehaKakkarLive #NehaKakkar #NehaKakkarUKTour.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement