Advertisement
Advertisement

Breaking News

Mika Singh

দোহার বিমানবন্দরে ভারতীয় মুদ্রায় শপিং, মোদিকে কুর্নিশ আপ্লুত মিকা সিংয়ের

কী বললেন মিকা?

Singer Mika Singh Uses Indian Currency At Doha Airport, Salutes PM Modi| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 12, 2023 8:36 pm
  • Updated:April 12, 2023 8:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোহা বিমানবন্দরে ভারতীয় মুদ্রা ব্যবহার করতে পেরে দারুণ খুশি জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিকা সিং। এই গোটা ঘটনার জন্য টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুর্নিশ জানালেন মিকা। বিমানবন্দরের এক বিলাসবহুল দোকানে ভারতীয় মুদ্রা ব্যবহার করে শপিং করতে পেরে আপ্লুত মিকা।

টুইটে মিকা লিখলেন, ”গুড মর্নিং সবাই। দোহা বিমান বন্দরে লুই ভিতোঁ স্টোরে শপিং করার সময় ভারতীয় মুদ্রা ব্যবহার করতে পেরে আমি খুব গর্বিত। এমনকী, আপনি এখানে যেকোন রেস্তরাঁয় ভারতীয় টাকা ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ মোদিজী।”

Advertisement

[আরও পড়ুন: ঘর থেকে উদ্ধার Netflix সিরিজের ২৬ বছর বয়সি অভিনেত্রীর দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য]

মিকার এই টুইট দেখে নেটিজেনদের একাংশও বেশ খুশি। তাঁরাও আপ্লুত ভারতীয় মুদ্রা ব্যবহারের ঘটনায়। উল্লেখ্য, গত মাসে, সরকার ঘোষণা করেছে যে ১০ টি দেশের ভারতীয়রা ৩০ এপ্রিল থেকে ইউপিআই অ্যাক্সেস করতে সক্ষম হবে।

[আরও পড়ুন: ‘শিল্পীদের রগড়ে দিতে চায়…’, নাট্যকর্মী নিরুপমের ‘নিগ্রহে’র তীব্র প্রতিবাদ কৌশিক-ঋদ্ধি-বাদশার ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement