Advertisement
Advertisement

Breaking News

Kanina Kapoor

তিন সন্তানকে সঙ্গে নিয়ে ফের ছাদনাতলায় গায়িকা কণিকা কাপুর! জানেন পাত্র কে?

২০২০ সালে করোনা আবহে পার্টি করে বিতর্কের মুখে পড়েছিলেন কণিকা।

singer Kanika Kapoor to marry yet another NRI | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 14, 2022 9:14 pm
  • Updated:March 14, 2022 9:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিয়ে করতে চলেছেন বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। খবর অনুযায়ী, প্রবাসী ব্যবসায়ী গৌতমের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কণিকা। জানা গিয়েছে, লন্ডনেই গৌতমের গলায় মালা পরাবেন কণিকা। খুব শীঘ্রই মুম্বই থেকে লন্ডনে উড়ে যাবেন বলিউডের এই গায়িকা।

১৯৯৮ সালে ব্যবসায়ী রাজ চন্দকের সঙ্গে প্রথম বিয়ে করেন কণিকা কাপুর। রয়েছে তাঁদের তিন সন্তানও। তবে ২০১২ সালে সেই সম্পর্কে ভাঙন ধরে। রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় গায়িকার। গুঞ্জন বলছে, বেশ কয়েক বছর ধরেই গৌতমের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ কণিকা। মাঝে মধ্যেই গৌতমের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে লন্ডনে পাড়ি দেন তিনি। ২০২০ সালে লন্ডন থেকে ফিরে করোনা আবহে লখনউতে পার্টি করেছিলেন কণিকা। তারপর কণিকার করোনাও ধরা পড়ে। পার্টি করায় তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন জনতা। গোটা দেশ জুড়ে বিতর্কের ঝড় বয়েছিল কণিকাকে নিয়ে। তবে সে সব অতীত। বলিউডে একের পর এক হিট দিয়ে সব বিতর্কে জল ঢেলেছেন কণিকা। তাঁর গাওয়া পুষ্পা ছবির ‘ও অন্তমাওয়া’র হিন্দি ভার্সান সুপারহিট! কয়েক দিন আগে সানি লিওনের মিউজিক ভিডিও ‘মধুবন মে’ রাধিকা গানটি গেয়েও বিতর্কে জড়িয়ে ছিলেন কণিকা।

Advertisement

[আরও পড়ুন: বলিউডে পা রাখছেন ছেলে, কিরণের থেকেই পেলেন সেরা উপহার, জন্মদিনে অকপট আমির]

 

তবে এই বিয়ের ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি কণিকা। শোনা যাচ্ছে, লন্ডনে পৌঁছে খুব ছিমছামভাবে বিয়ে সারবেন তিনি।

[আরও পড়ুন: ৩ দিনে বক্স অফিসে রেকর্ড ব্যবসা, বিজেপি শাসিত চার রাজ্যে করমুক্ত ‘কাশ্মীর ফাইলস’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement