Advertisement
Advertisement

Breaking News

Kailash Kher

শাহরুখের কথাতেই ছবি থেকে গান বাদ! এসআরকের বিরুদ্ধে বিস্ফোরক কৈলাস খের

আর কী বললেন কৈলাস?

Singer Kailash Kher recalls losing a Shah Rukh Khan song from Chalte Chalte | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 2, 2023 11:21 am
  • Updated:September 2, 2023 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জওয়ান’ ছবির ট্রেলার দেখে আপাতত শাহরুখেই বুঁদ রয়েছে আপামর ভারতবাসী। ইতিমধ্য়েই ট্রেলার দেখে ফেলেছে লক্ষাধিক মানুষ। ঠিক এরই মাঝে শাহরুখের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন জনপ্রিয় সুফি গায়ক কৈলাস খের। তাঁর অভিযোগ গানও রেকর্ড হওয়ার পরেও, শাহরুখের কথাতেই ছবি থেকে বাদ গিয়েছে তাঁর গান!

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৈলাস জানিয়েছেন, ”চলতে চলতে ছবির জন্য আমাকে দিয়ে একটা গান রেকর্ড করানো হয়েছিল। পরে দেখি ছবিতে ওই গানটাই অন্য একজন গেয়েছে। খুব কষ্ট পেয়েছিলাম। পরে জানতে পেরেছিলাম, শাহরুখের কথাতেই নাকি আমার গান বাদ দেওয়া হয়েছিল। সেদিন বুঝতে পেরেছিলাম এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু নয়।”

Advertisement

[আরও পড়ুন: গুমরে থাকা সম্পর্কের চক্রব্যূহে অঞ্জন-মমতা ও যিশু-পাওলি, দেখুন ‘পালান’-এর টিজার]

‘চলতে চলতে’ ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ ও রানি মুখোপাধ্যায়। এ ছাড়াও ছবিতে ছিলেন জনি লিভার, সতীশ শাহ। ছবির সঙ্গীত দিয়েছিলেন যতীন-ললিত ও আদেশ শ্রীবাস্তব। কৈলাস খের বাদ পড়লেও ছবিটিতে গান গেয়েছিলেন অলকা ইয়াগনিক, সোনু নিগম, উদিত নারায়ণ।

[আরও পড়ুন: রবীন্দ্রসংগীতের কথা বদলের প্রস্তাব মুখ্যমন্ত্রীর! ‘কোনওমতেই রাখা যায় না’, মত কবীর সুমনের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement