Advertisement
Advertisement
Kabir Suman

‘সন্ধ্যা মুখোপাধ্যায় সম্পর্কে ওদের ধারণাই নেই’, কেন্দ্রকে বিঁধলেন কবীর সুমন, শুভাপ্রসন্নরা

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার বিদ্বজনরা।

Singer Kabir Suman reaction on Sandhya Mukherjee Padma Shri rejection | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 26, 2022 4:59 pm
  • Updated:January 26, 2022 8:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিদ্বেষপূর্ণ’ মনোভাব থেকেই সন্ধ্যা মুখোপাধ্য়ায়কে পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিল কেন্দ্রীয় সরকার! বুধবার সাংবাদিক বৈঠকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্তে ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করলেন কবীর সুমন (Kabir Suman)। কবীর সুমন ছাড়াও এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আবুল বাশার, শুভাপ্রসন্নের মতো বিশিষ্টরা।

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রত্যাখ্যান নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গতকালই কবীর সুমন জানিয়ে ছিলেন, ‘গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভারতরত্ন পাওয়া উচিৎ । যে ভারত সরকার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়ার ধৃষ্টতা দেখালো আমি কবীর সুমন, তাদের জুতো পেটা করতে চাই। আমার প্রথম প্রতিক্রিয়া এটাই। আমার এ মন্তব্য শোনার পর কেউ গ্রেপ্তার করতে পারেন। মানহানির মামলা করতে পারেন। তাতে আমি বিন্দুমাত্র ভয় পাচ্ছি না। বাংলার সন্তান আমি। নিজেকে বাঙালি বলতে গর্ব বোধ করি। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সারা বিশ্বের বাঙালির গর্ব। তাঁকে ছোট করে বাঙালিকে হেয় করলো এই সরকার। রাম শ্যাম যদু মধু পদ্মভূষণ, পদ্মবিভূষণ। আর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় স্রেফ পদ্মশ্রী!? এই কেন্দ্রীয় সরকার নির্লজ্জ নয় তদুপরি বেহায়া’ সাংবাদিক বৈঠকেও কবীর সুমনের গলায় শোনা গেল সেই সুর।

Advertisement

এদিন কবীর সুমন জানান, “বিদ্বেষ থেকে পদ্মশ্রী দেওয়া হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়কে। শ্বেতাঙ্গরা অন্তত রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কারটা দিয়েছিলেন। সেখানে তাঁরা অন্য কিছু বিচার করেননি। এই কলকাতা শহরে দুই জন বসে আছেন যাঁরা পদ্মভূষণ পেয়েছেন। তাঁদের কেরিয়ারটা দেখুন। আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের কেরিয়ারটা দেখুন। এই বয়সে এসে ধাক্কা খেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।”

[আরও পড়ুন: ‘যা করেছেন ঠিক করেছেন’, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী ফেরানো নিয়ে প্রতিক্রিয়া বাংলার শিল্পীদের ]

এই সাংবাদিক বৈঠকে সাহিত্যিক আবুল বাশার জানান,”সাহিত্যে বাঙালির রোমান্স শুরু বঙ্কিমচন্দ্রের লেখার মধ্যে দিয়ে আর গানের ক্ষেত্রে বাঙালির রোমান্স শুরু সন্ধ্যা মুখোপাধ্যায়ের মধ্যে দিয়েই। বাঙালিদের উপরে বিদ্বেষ রয়েছে। প্রকৃত প্রতিভাকে অসম্মান করেছে কেন্দ্রীয় সরকার।’ সাংবাদিক বৈঠকে চিত্রশিল্পী শুভাপ্রসন্নও একই সুরে গোটা ঘটনার প্রতিবাদ করেছেন।

[আরও পড়ুন: ‘অভিমানে’ পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement