Advertisement
Advertisement
Iman Chakraborty

নতুন বছরে নবরূপে ইমন, প্রথম হিন্দি মিউজিক ভিডিওয় রহমানের বিখ্যাত সুর

ইনস্টাগ্রাম ভিডিওয় ঘোষণা করলেন জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী।

Singer Iman Chakraborty to recreate A. R. Rahman Nahin Samne song from the movie Taal in her upcoming hindi single | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 28, 2020 12:26 pm
  • Updated:December 28, 2020 1:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে নতুন রূপে দর্শকদের সামনে আসতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। এবার এ. আর. রহমানের (A. R. Rahman) তৈরি করা সুরকে নিজের কণ্ঠের মাধ্যমে নতুন আঙ্গিকে পরিবেশন করবেন তিনি। খুব শিগগিরিই প্রকাশ করবেন প্রথম হিন্দি সিঙ্গল। ইনস্টাগ্রাম ভিডিওয় এই সুখবর জানিয়েছেন ইমন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)

Advertisement

[আরও পড়ুন: হাসির ছিটেফোঁটা নেই, খারাপ ছবির তালিকায় ১ নম্বরে থাকতেই পারে ‘কুলি নম্বর ওয়ান’]

১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘তাল’ (Taal) সিনেমার জন্য ‘নেহি সামনে’ গানটি তৈরি করেছিলেন সংগীত পরিচালক এ. আর. রহমান। নয়ের দশকের সুপারহিট  সেই গানকেই নিজের মতো করে গাইবেন ইমন। অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে থাকছেন তাঁর মনের মানুষ নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)। ভিডিও পরিকল্পনায় শুভদীপ। স্টাইলের দায়িত্ব সামলেছেন বিথি রায়। সমস্তকিছুই হচ্ছে ইমনের প্রযোজনা সংস্থার ব্যানারে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে এই কথা ঘোষণা করেছেন ইমন। তাতেই মনে করা হচ্ছে, ভিডিওতেও সৈকতের মনোরম দৃশ্যের উপস্থিতি থাকতে পারে।

[আরও পড়ুন: ব্যাচেলার্স পার্টির পর এবার আইবুড়োভাত, পাত পেড়ে খেলেন অভিনেত্রী তৃণা সাহা]

মায়ের কাছেই প্রথম সংগীত শিক্ষা ইমনের। তাঁর কাছ থেকেই শিখেছিলেন রবীন্দ্রনাথের সুরকে ভালবাসতে। ধীরে ধীরে বাংলার সংগীত জগতে নিজের পরিচিতি গড়ে তোলেন ইমন। ২০১৭ সালে পান জাতীয় স্বীকৃতি। অনুপম রায়ের সুরে ‘তুমি যাকে ভালবাসো’ গানটির সুবাদে জাতীয় পুরস্কার পান ইমন। এই প্রথমবার হিন্দি সিঙ্গল তৈরি করছেন গায়িকা।

নতুন বছরে ব্যক্তিগত জীবনেরও নতুন অধ্যায় শুরু করছেন। নীলাঞ্জনের সঙ্গে ধরা দেবেন সাত পাকে। পুজোর মরশুমেই ঘরোয়া আয়োজনে সেরেছিলেন আংটি বিনিময় পর্ব। কিছুদিন আগে আবার হবু স্বামীর পাশে বসে পাত পেড়ে আইবুড়ো ভাত খেয়েছেন। সেই ছবিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে (Instagram)।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement