Advertisement
Advertisement
Anindya Chatterjee

শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ, ডিভোর্সের কথা জানালেন স্ত্রী মধুজা

গায়ক, পরিচালক তথা লেখক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ।

SINGER, DIRECTOR Anindya Chatterjee's getting divorced
Published by: Sandipta Bhanja
  • Posted:August 18, 2024 6:12 pm
  • Updated:August 18, 2024 6:20 pm

শম্পালী মৌলিক: মাঝপথে যদি কোনও সম্পর্কের সুর-তাল কেটে যায়, তা কারও পক্ষেই সুখকর নয়। জীবনের ঠিক এমনই মোড়ে এসে পৌঁছেছেন টলিউড ইন্ডাস্ট্রির বিশিষ্ট দুজন মানুষ- শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং মধুজা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দাম্পত্যে ব্যবধান স্পষ্ট হয়ে গেল এদিন। রবিবার সোশাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের কথা জানালেন অনিন্দ্যপত্নী। তবে বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরলেও তাঁদের মধ্যে যে বন্ধুত্ব বজায় থাকবে, পোস্টে সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।

তবে ডিভোর্স সম্পর্কিত কোনও তথ্য গায়ক, পরিচালক তথা লেখকের সোশাল মিডিয়ায় নেই। এপ্রসঙ্গে সংবাদ প্রতিদিন-এর তরফে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনে পাওয়া যায়নি তাঁকে। তবে মধুজা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট থেকেই বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। ঠিক কী লিখেছেন তিনি?

Advertisement

স্মৃতির পাতা ঘেঁটে মধুজা লিখেছেন, “অনিন্দ্যর খুব ইচ্ছে ছিল ওর লেখা আর আমার ছবি দিয়ে জুজুর জন্য একটা ছোটোদের বই বের করবে। বিয়ের আগে থেকেই অনিন্দ্য আমার ছবি আঁকা পছন্দ করত। আমি লিখতেও খুব ভালোবাসতাম। চেয়েছিলাম লেখক বা শিল্পী হতে। কিন্তু ঘরে-বাইরে সমান তালে দীর্ঘ চোদ্দ বছর লড়ে দেখলাম ক্লান্ত হয়ে যাচ্ছি। একা হয়ে যাচ্ছি। তাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে ২০১৯ সালে জুজুকে নিয়ে মুম্বই এলাম। আমার সঙ্গে কোভিডও এল। কোভিড ভয় দিল, দুঃখ দিল, হতাশা, অপমান দিল কিন্তু ফিরিয়ে দিল ছবি আঁকা। লেখালেখি। ফিরিয়ে দিল নিজের কথা বলার সাহস। এক সময় বুঝতে পারলাম- বিয়ে মানে ফুল, আলো , যদিদং হৃদয়ং- কিন্তু সর্বোপরি এক আইনি বন্ধন। তাই আইনি পথেই বিচ্ছেদ কাম্য।”

[আরও পড়ুন: মায়ের শেষকৃত্য সেরেই RG Kar অভিযানে কৌশিক, ‘অন্যায়ের’ বিচার চেয়ে পথে একজোট টলিউড]

পোস্টে তাঁর সংযোজন, “জানি অনিন্দ্য খুব কষ্ট পেয়েছে। পেয়েছি আমিও। আবার সত্যটা মেনে নিয়ে কোথাও একটা নির্ভারও হয়েছি। অনিন্দ্য আর আমি তাই আইনি পথে বিচ্ছেদে পা বাড়িয়েছি। আর কী আশ্চর্য- প্রায় ভাঙ্গার বেলায় আজ ‘রোববারের’ পাতায় ওর লেখা আর আমার আঁকা বেরলো। বিচ্ছেদ বিয়ের হয়েছে! জুজুর বাবা-মায়ের হয়নি। দাম্পত্যের হয়েছে- বন্ধুত্বের হয়তো না। তাই এক শিল্পী আজ অন্য শিল্পীকে জায়গা দিয়েছেন- আমি সম্মানিত! আজ সত্যিই তাই খেলা ভাঙার খেলা!” “মিলনমালার আজ বাঁধন তো টুটবে/ ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে/ উধাও মনের আহা/ উধাও মনের পাখা মেলবি আয়…”, গানের লাইন ধার নিয়েই পোস্ট শেষ করেছেন শিল্পী মধুজা বন্দ্যোপাধ্যায়। বিষাদের আবহেও এই পোস্টে মধুজার আঁকা এবং অনিন্দ্যর লেখা একত্রে জুড়ে রইল। এমন অশান্ত সময়ে আরও এক মনখারাপের খবর। অনুরাগীদের বিশ্বাস, বিচ্ছেদ সত্ত্বেও আগামী দিনে তাঁদের বন্ধুত্ব বজায় থাকবে।  

[আরও পড়ুন: RG Kar: ‘সিস্টেমের ভিতরে প্রচুর ঘুণপোকা’, শাসক-বিরোধীদের একযোগে বিঁধলেন পরমব্রত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement