Advertisement
Advertisement

Breaking News

গায়ক দালের মেহেন্দি

রাজনীতিতে ফের তারকা যোগ, বিজেপিতে নাম লেখালেন দালের মেহেন্দি

লোকসভা নির্বাচনে কি লড়ছেন তিনি?

Singer Daler Mehndi joined Bharatiya Janata Party
Published by: Sayani Sen
  • Posted:April 26, 2019 4:39 pm
  • Updated:April 26, 2019 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতিতে তারকাদের আনাগোনা লেগেই রয়েছে৷ সানি দেওলের পর এবার গেরুয়া শিবিরে নাম লেখালেন আরেক সেলিব্রিটি৷ শুক্রবার বিজেপিতে যোগ দিলেন বিশিষ্ট সংগীতশিল্পী দালের মেহেন্দি৷ বিশিষ্ট সংগীতশিল্পী দলে যোগ দেওয়ার সময় উপস্থিত ছিলেন দিল্লি (উত্তর-পশ্চিম)-এর বিজেপি প্রার্থী হংস রাজ হংস এবং কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল৷ তবে লোকসভা নির্বাচনে দালের মেহেন্দি লড়ছেন কিনা, তা নিয়ে এখনও কিছুই জানা যায়নি৷

[ আরও পড়ুন: ‘মোদি সরকারের অপেক্ষায় দেশ’, জোটসঙ্গী-সহ মনোনয়ন পেশ করে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী]

পাঞ্জাবি গানকে সকলের সামনে তুলে ধরেছেন দালের মেহেন্দি৷ নয়ের দশকে একের পর এক হিট গান মন ছুঁয়েছে সংগীত অনুরাগীদের৷ গান লেখা, সুর দেওয়ার পাশাপাশি ভিডিও অ্যালবামে তাঁকে নাচতে দেখা গিয়েছে৷ পাঞ্জাবিদের ভাংরাকে এক অন্যরকমভাবে সকলের সামনে উপস্থাপন করতেন দালের মেহেন্দি৷ বেশ কয়েকটি ছবিতেও গান গেয়েছেন তিনি৷ তার মধ্যে ‘রং দে বাসন্তী’ ছবির গান মন কেড়েছে হাজারও দর্শকদের৷ দিল্লির বিধানসভা নির্বাচনের আগে ২০১৩ সালে কংগ্রেস শিবিরে নাম লিখিয়েছিলেন তিনি৷ ভোটপ্রচারের জন্য দলের হয়ে একটি গানও তৈরি করেছিলেন দালের মেহেন্দি৷ এবার পালা দলবদলের৷ শুক্রবার বিজেপিতে যোগ দেন তিনি৷ বিজেপি প্রার্থী হংস রাজ হংস এবং কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েলের উপস্থিতিতেই দলীয় পতাকা হাতে তুলে নেন বিখ্যাত পাঞ্জাবি সংগীত শিল্পী৷ লোকসভা নির্বাচনের আবহে গেরুয়া শিবিরে নাম লেখানোয় অনেকেই বলছেন হয়তো ভোটেও লড়তে পারেন তিনি৷ তবে এ বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কিছুই জানানো হয়নি৷

Advertisement

[ আরও পড়ুন: নেতাদের প্রতিশ্রুতিতে ভরসা নেই, ভোটদানে আগ্রহী নন নির্ভয়ার বাবা-মা]

জনপ্রিয় সংগীতশিল্পীর বিরুদ্ধে মানবপাচারের অভিযোগও উঠেছিল৷ অভিযোগ, ১৯৯৮-৯৯ সালে তাঁর দলের বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে বিদেশে গিয়েছিলেন তিনি৷ মার্কিন মুলুকে ফিরে আসার পর তাঁর দলের দশজন নিখোঁজ হয়ে যান৷ ২০০৩ সালে সংগীতশিল্পীর বিরুদ্ধে মামলা রুজু হয়৷ গতবছর তাঁকে দু’বছরের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ যদিও আপাতত জামিনে মুক্ত দালের মেহেন্দি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement