সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানবপাচার মামলায় জামিন পেলেন জনপ্রিয় গায়ক দালের মেহেন্দি। চলতি বছরের ১৪ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন দালের। পাটিয়ালার নগর দায়রা আদালত ২ বছরের কারাবাসের সাজা শুনিয়েছিল। প্রথমে গায়কের সব জামিনের আবেদন খারিজ করেছিল আদালত। গ্রেপ্তারির প্রায় দুমাস পর এবার জামিন পেলেন দালের।
উল্লেখ্য, বিদেশে শো করার নাম করে এই কাজ করতেন দালের ও তাঁর ভাই সামশের সিং। ১৯৯৮ ও ১৯৯৯ সালে একাধিক মানুষকে অবৈধভাবে বিদেশে পাচার করেছিলেন দু’জনে। নিজেদের গানের দলের সদস্য হিসেবে মানুষদের আমেরিকা নিয়ে গিয়ে সেখানেই রেখে আসতেন দুই ভাই। তিন তরুণীকে এভাবেই সান ফ্রান্সিসকোতে রেখে আসেন। ৯৯ সালের অক্টোবরেও কিছু মানুষকে নিউ জার্সিতে অবৈধভাবে রেখে আসেন। এর পর পরই পাটিয়ালা পুলিশ দুই ভাইয়ের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনে। দালের মেহেন্দির দিল্লির অফিসেও হানা দিয়েছিল পুলিশ। বিভিন্নভাবে অভিযোগ প্রমাণের চেষ্টা করা হয়। এর মধ্যেই দুই ভাইয়ের বিরুদ্ধে প্রায় ৩৫ জন প্রতারণার অভিযোগ আনেন। বলা হয় মানুষজনদের এভাবে পাচার করার জন্য অর্থ নিতেন। অনেকের কাছ থেকে নাকি অর্থ নিয়েও বিদেশে নিয়ে যাননি।
১৯৬৭ সালের ১৮ অগস্ট পাটনায় জন্ম হয় দালের মেহেন্দি (Daler Mehndi )। কেরিয়ারের শুরু থেকেই অসংখ্য হিট গান রয়েছে তাঁর। দেশের সঙ্গে সঙ্গে বিদেশেও তিনি সমান জনপ্রিয়। ২০১৯ সালে সক্রিয় ভাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। গানের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি। যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.