Advertisement
Advertisement
Arijit Singh

স্টেজের মধ্যেই হেনস্তার শিকার অরিজিৎ সিং, ডান হাতে পেলেন আঘাত! ভিডিও ভাইরাল

এখন কেমন আছেন অরিজিৎ?

Arijit Singh gets heckled on the stage video goes Viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 8, 2023 2:56 pm
  • Updated:May 8, 2023 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেজের মধ্য়েই হেনস্তার শিকার জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এর ফলে অরিজিতের ডান হাতে গুরুতর আঘাত লাগে। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

তা ঠিক কী ঘটেছিল?

Advertisement

অওরঙ্গাবাদে সম্প্রতি একটি গানের অনুষ্ঠান করছিলেন অরিজিৎ। মঞ্চে একের পর এক গান গাইছিলেন। প্রিয় গায়ককে সামনা-সামনি দেখে আবেগ তাড়িত হয়ে পড়েন অনুরাগীরা। একজন তো এমনভাবে অরিজিতে হাত ধরে টানেন, যে হাতে গুরুতর চোট পান তিনি। এমনকী, হাত নাড়াতেও পারছিলেন না অরিজিৎ। এই অবস্থাতেও শান্ত ছিলেন তিনি। মার্জিত ভঙ্গিতে অরিজিৎ অনুরাগীকে বলেন, ‘আপনি এ ভাবে আমার হাত ধরে টানছেন। এ বার চোট পেয়ে আমি আর হাত নাড়াতে পারছি না। আপনি এটা বুঝতে পারছেন না, যদি আমি পারফর্ম করতে না পারি, তা হলে আপনারাও অনুষ্ঠান উপভোগ করতে পারবেন না। এটা তো খুব সহজ হিসাব।’’

[আরও পড়ুন: মাইনাস ১৫ ডিগ্রিতেও বিকিনি পরে বরফজলে ডুব, বলি অভিনেত্রীর এই ভিডিও দেখেছেন?]

তবে এরপরেও গান গাওয়া থামাননি অরিজিৎ। ভক্তদের আবদার মেনেই পারফর্ম করে যান। শুধু একটা কথাই বার বার বলছিলেন, আমার হাত ধরে টানলেন কেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরিজিতের এই ভিডিও।

[আরও পড়ুন: সময়ের অভাবে ছাড়তে হল প্রভাসের ছবি, ৬৫ কোটি টাকা ফেরালেন ‘পাঠান’-এর পরিচালক!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement