Advertisement
Advertisement

Breaking News

Aditi Munshi

তৃণমূলে যোগদান সংগীতশিল্পী অদিতি মুন্সির, হতে পারেন প্রার্থীও

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন টেলিভিশন অভিনেত্রী সুভদ্রাও। দেখুন ভিডিও।

Singer Aditi Munshi and others join's TMC ahead of WB Assembly Elections 2021 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 4, 2021 3:20 pm
  • Updated:March 4, 2021 3:40 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়:  ভোটের আগে সক্রিয় রাজনীতিতে তারকা এবং বিশিষ্টদের যোগদানের পালা অব্যাহত। এবার সেই তালিকায় নাম লেখালেন সংগীতশিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi)। আজ অর্থাৎ বৃহস্পতিবারই তৃণমূল ভবনে সৌগত রায়ের হাত থেকে শাসকদলের পতাকা হাতে তুলে নিলেন তিনি।  

“তোমরা কুঞ্জ সাজাও গো”, “হৃদমাঝারে রাখব”র মতো কীর্তন গান অদিতি মুন্সির কণ্ঠে শুনতে ভালবাসেন শ্রোতারা। টেলিভিশনের পর্দা থেকে অনুষ্ঠানের মঞ্চ, সর্বত্র কীর্তনের সুরে দর্শকদের মন জয় করেছেন অদিতি। এর আগে রাজ্য সরকারের একাধিক অনুষ্ঠানে গান গেয়েছেন। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেন গায়িকা। যোগদান মঞ্চে গানও গাইলেন তিনি। 

Advertisement

বৃহস্পতিবারই শশী পাঁজার নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন টেলিভিশন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ঊষা চৌধুরী।শাসক শিবিরে যোগ দেন ভোজপুরী অভিনেতা-পরিচালক ধীরজ পণ্ডিতও।

[আরও পড়ুন: পিছিয়ে দেওয়া হোক ভোটের ফলপ্রকাশের দিন, নেটদুনিয়ায় আবেদন অনীক দত্তর]

বুধবারই ঘাসফুল শিবিরে যোগ দেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। “এতদিন ধরে দিদির সঙ্গে ছিলাম, আজকে থেকে দিদির পাশে থেকে এই লড়াইটা লড়ব। মানুষের সেবা করব।বাংলা কিন্তু বাংলার মেয়েকে চায়।বাংলা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে  চায়।”  যোগদানের মঞ্চে বলেছিলেন টলিপাড়ার নায়িকা। 

সায়ন্তিকা ছাড়াও আসন্ন ভোটের আগে তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন দীপঙ্কর দে,  রাজ চক্রবর্তী (Raj Chakrabarty), মানালি দে, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সৌরভ দাস, সায়নী ঘোষের মত হেভিওয়েট তারকারা। রণিতা দাস, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্যের মতো টেলিভিশন তারকারাও শাসকদলে নাম লিখেছেন। অন্যদিকে পদ্ম শিবেরে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), যশ দাশগুপ্ত (Yash Dasgupta), পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকারের মতো তারকারা। ওদিকে আবার শোনা যাচ্ছে বামেদের হয়ে ভোটে লড়তে পারেন বাদশা মৈত্র। কার্যত প্রায় গোটা টলিউড এবারের বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2021) রাজনীতির ময়দানে নেমে পড়েছে।এবার অদিতিও নেমে পড়লেন সক্রিয় রাজনীতিতে।সূত্রের খবর, প্রার্থীও করা হতে পারে কীর্তন শিল্পীকে।উল্লেখ্য, কাল অর্থাৎ শুক্রবারই প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। শোনা গিয়েছে, তারকা দম্পতি নীল ও তৃণাও নাকি শাসক শিবিরে যোগ দিচ্ছেন। ওদিকে আবার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর বিজেপিতে যোগদানের জল্পনা শোনা যাচ্ছে। 

[আরও পড়ুন: Exclusive: এবার তৃণমূলে যোগ দিচ্ছেন ‘দিদি নম্বর ওয়ান’! তুঙ্গে জল্পনা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement