Advertisement
Advertisement

Breaking News

Shahrukh Khan Jawan

শাহরুখের ‘জওয়ানে’ বাঙালি কন্যা, কিং খানকে নিয়ে কী বললেন সঞ্জিতা?

শাহরুখের থেকে পেয়েছেন বিশেষ উপহারও।

Bengali Actress Sanjeeta Singer-Actor Sanjeeta Bhattacharya all set to make big screen debut alongside Shah Rukh Khan in ‘Jawan’| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 22, 2023 3:12 pm
  • Updated:June 22, 2023 3:44 pm  

আকাশ মিশ্র: তিনি শাহরুখের ফ্যান। কিং খানের ছবি মুক্তি পেলে ছাড়ার পাত্রী নন। কিন্তু সেই শাহরুখের বিপরীতে দাঁড়িয়ে অভিনয়! নাহ, এরকমটা যে হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি সঞ্জিতা ভট্টাচার্য। আর সুযোগ যখন এল, তখন তো না করার কোনও কথাই নেই। তাই তো আকাশ-পাতাল না ভেবেই সোজা মুম্বই রওনা। আর এখন? সঞ্জিতা ভেসে রয়েছেন শাহরুখের সঙ্গে ‘জওয়ান’ ছবির অভিনয়ের সেই রঙিন দিনগুলোতে।

সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে সঞ্জিতাকে যোগাযোগ করা হলে, প্রথমেই তিনি জানান, জওয়ানের শুটিংয়ের দিনগুলো জীবনের সেরা প্রাপ্তি। 

Advertisement

তা কীভাবে এল এই সুযোগ?

সঞ্জিতা: পুরো ঘটনাটাই ঘটেছে খুবই অদ্ভুত ভাবে। আমি এখনও ঠিক বিশ্বাস করতে পারছি না পুরো বিষয়টা। গত বছরের আগস্ট মাস নাগাদ আমার কাছে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার ফোন আসে। তখন আমি কলকাতায়। ওবেরয় গ্র্যান্ডে আমার একটা অনুষ্ঠান ছিল। আসলে কখনই আমি অভিনয়ের কথা ভাবিনি। গান এবং নাচটাকেই গুরুত্ব দিয়েছি বেশি। যাই হোক, আমাকে ফোন করে মুম্বইয়ে অডিশন দিতে বলা হয়েছিল। আমি অডিশন দিলাম। তখন কিন্তু আমি জানিও না, এটা ‘জওয়ান’ ছবির জন্য অডিশন নেওয়া হচ্ছে। পরে যখন আমাকে বেছে নেওয়া হয়, তখন আমাকে বলা হয়, শাহরুখের সঙ্গে অভিনয় করতে হবে। ফোনে এই খবরটা পাওয়ার পর আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। স্বপ্নের মতো লাগছিল। হ্যাঁ, বলতে বেশি সময় নিইনি। শাহরুখের সঙ্গে কাজ! এটা ভেবে দারুণ আনন্দ হয়েছিল।

[আরও পড়ুন: বিতর্কে ডুবেছে ব্যবসা, মাত্র ১৫০ টাকায় টিকিট দিয়ে ড্যামেজ কন্ট্রোল ‘আদিপুরুষ’ টিমের]

শুটের সময় শাহরুখের সঙ্গে কী কথা হল? টিপস দিলেন কিছু?

সঞ্জিতা: অনেক কিছু শিখেছি। শাহরুখ খানের মতো একজন স্টার, কিন্তু মাটির মানুষ। ফ্লোরে এসে আমার দিকে হাত বাড়িয়ে বললেন, ‘হ্যালো, আমার নাম শাহরুখ!’ ভাবুন একবার। শাহরুখ এমনটা বলছেন। প্রথমে আমি একটু নার্ভাস ছিলাম। বুঝতে পারছিলাম না কী করব। কিন্তু শাহরুখ আমাকে কমফোর্ট দেওয়ার জন্য নানারকম কথা বলতেন। জোকস শোনাতেন। আর বার বারই বলতেন, আমরা একটা টিম। এই ছবিটা সবার। তাই সবাই একসঙ্গে কাজ করব। শাহরুখের সঙ্গে অভিনয় করে একটা জিনিস বুঝতে পেরেছি। যাঁরা যত বেশি সফল হয়, তাঁরা তত বেশি মাটির মানুষ হয়। এটা একটা খুব বড় শিক্ষা। জানেন, আমি সংগীতশিল্পী জানতে পেরে আমাকে একটা গিটার ও মাইক্রোফোন গিফট করেছেন। এটা আমার কাছে খুব বড় পাওনা।

‘জওয়ান’ ছবিতে আপনার চরিত্রটা ঠিক কীরকম? শাহরুখের সঙ্গে কীরকম দৃশ্য়ে অভিনয় করেছেন?

সঞ্জিতা: এটা একেবারেই বলা যাবে না। আসলে, ‘জওয়ান’ ছবিটির সম্পর্কে অল্প কিছু বললেই ছবির আমেজটা নষ্ট হয়ে যাবে। তার থেকে ছবিটা মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করুন। এটা বলব, ‘জওয়ান’ দুর্দান্ত একটা ছবি হতে চলেছে।

শোনা যায়, বলিউডে বাঙালি অভিনেতা-অভিনেত্রীদের হিন্দিতে সংলাপ বলতে সমস্যা হয়। আপনি কি এমন সমস্যার সম্মুখীন হয়েছেন?

সঞ্জিতা: না, আমার ক্ষেত্রে তেমন সমস্যা হয়নি। কারণ, আমি দিল্লিতে বড় হয়েছি। বাঙালি পরিবারের মেয়ে। তাই বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাতেই আমি সাবলীল। প্রয়োজন পড়লে তেলুগু, তামিলেও অভিনয় করতে পারব। আসলে, আমি আমার গান, নাচ, অভিনয়ের জন্য সব ধরনের অভিজ্ঞতা করতে চাই। অনেক কিছু করার আছে আমার। আর সবকিছুতেই নিজের সেরাটা দিতে চাই।

এর আগে ‘ফিলস লাইক’ ও ‘ব্রেকিং নিউজ’ সিরিজে দেখা গিয়েছিল সঞ্জিতাকে। অভিনয়ের পাশাপাশি সঞ্জিতা গায়িকাও বটে। নিজেই লেখেন গান। বার্কলি কলেজ অফ মিউজিক থেকে স্নাতক। শুধু তাই নয়, সঞ্জিতার প্রথম অ্যালবাম ‘শুরুওয়াত’ মনোনিত হয়েছিল গ্র্যামিতেও।  আর এবার সঞ্জিতার মুকুটে নতুন পালক শাহরুখের ‘জওয়ান’।

[আরও পড়ুন: রথের দিনেই ‘রোকা’ সারলেন ‘রাঙা বউয়ে’র সীমন্তিনী! কবে সাত পাকে বাঁধা পড়ছেন অভিনেত্রী পায়েল দেব?]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement