সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাত্মা গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলে বিপাকে অভিজিৎ ভট্টাচার্য। গায়কের মন্তব্যে বেজায় ক্ষিপ্ত পুণের আইনজীবী অসীম সারোডে। নিজের এমন মন্তব্যের জন্য অবিলম্বে বলিউডের বাঙালি গায়ককে ক্ষমা চাইতে হবে, এই দাবি জানিয়েই আইনি নোটিস পাঠিয়েছেন তিনি।
নানা সময়ে বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে এসেছে অভিজিতের নাম। শাহরুখ খান, সলমন খান থেকে রণবীর কাপুর, কাউকে রেয়াত করেননি তিনি। নিজের সাম্প্রতিক সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী বলেন, “সুরকার আরডি বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন। মহাত্মা গান্ধী যেমন জাতির জনক, তেমনই আরডি বর্মন ছিলেন সঙ্গীত জগতের জনক।”
এরপরই অভিজিৎ বেফাঁস মন্তব্যটি করে বসেন। গায়ক বলেন, “মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক ছিলেন ভারতের নয়। ভারতবর্ষের অস্তিত্ব তো ছিলই, পাকিস্তান পরে তৈরি হয়েছে। ভুল করেই ভারতে গান্ধীকে জাতির জনক বলা হয়। পাকিস্তানের অস্তিত্বের জন্য তিনিই দায়ী।” অভিজিতের এই মন্তব্যে অত্যন্ত ক্ষিপ্ত আইনজীবী অসীম সারোডে। আইনি নোটিস পাঠিয়ে তিনি অভিজিতের লিখিত ক্ষমাপত্রের দাবি জানিয়েছেন। তা নাহলে ফৌজদারি মামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
View this post on Instagram
বেশ কিছু সময় ধরেই বলিউডের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলছেন অভিজিৎ। কখনও শাহরুখকে অকৃতজ্ঞ বলছেন, তো কখনও সলমনকে বলিউডের অযোগ্য নায়ক হিসেবে সম্বোধন করছেন। সম্প্রতি নাম না করে রণবীর কাপুরের রামমন্দিরের উদ্বোধনে যাওয়া নিয়ে মন্তব্য করেন গায়ক। “এমন এক ব্যক্তিকে রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হল যিনি গোমাংস খান। এদিকে, আমাদের দেশে গরুকে মা হিসেবে পুজো করা হয়।” এমন মন্তব্য করেন তিনি। তা নিয়েও বিস্তর হইচই হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.