Advertisement
Advertisement

Breaking News

Silajit Majumder

উসকো খুসকো চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, ঋত্বিক ঘটক রূপে চমক শিলাজিতের!

ব্যাপারটা কী?

Silajit Majumder act as Ritwik Ghatak in biopic| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 19, 2023 6:38 pm
  • Updated:April 19, 2023 6:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাশ্বত চট্টোপাধ্যায়ের পর এবার ঋত্বিক ঘটকের চরিত্রে শিলাজিৎ! শুভঙ্কর ভৌমিকের পরিচালনায় তৈরি ‘অলক্ষে ঋত্বিক’ ছবিতে ঋত্বিকের অবতারে দেখা যাবে তাঁকে। শহক জুড়ে চলছে এই ছবিরই শুটিং।

কাঁচা-পাকা চুল। চোখে মোটা ফ্রেমের চশমা। এক মুখ দাড়ি। দেখলে চেনাই যাবে না শিলাজিৎকে। আদব-কায়দাও একেবারে ঋত্বিক সুলভ। সব মিলিয়ে শিলাজিৎ যেন একেবারে ভোল বদলে ফেলেছেন নিজের।

Advertisement

[আরও পড়ুন:  ক্যামেরার সামনেই হলিউড অভিনেতার সঙ্গে শরীরী মিলন! কীভাবে? তথ্য ফাঁস প্রিয়াঙ্কার]

কীভাবে ছবির ঋত্বিক হয়ে উঠলেন শিলাজিৎ?

শিলাজিৎ জানান, ”আমাকে ঋত্বিকের চরিত্রে ভাবা হয়েছে এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তবুও যখন পরিচালক ও প্রযোজক আমার কাছে এই অফার নিয়ে এসেছিল আমি একটু ভাববার সময় চেয়েছিলাম। ফের ঋত্বিক ঘটকের তৈরি ছবিগুলো দেখি।”

শিলাজিতের কথায়, ”সাধারণ মানুষ ঋত্বিক ঘটকের সম্পর্কে প্রায় সবটাই জানেন। তাই ওঁর চরিত্রে অভিনয় করাটা একটু কঠিন কাজ। তবুও বলব এরকম একটা অফার পেয়ে আনন্দই লাগছে। কারণ, এরকম সুযোগ বার বার মেলে না।”

ছবিতে ঋত্বিকপত্নী সুরমা ঘটকের চরিত্রে দেখা যাবে পায়েল সরকারকে। এছাড়াও অন্যান্য চরিত্রের শিল্পীরা হলেন প্রতীপ সরকার (শম্ভু মিত্র), মীনাশ্রী সরকার (শাঁওলি মিত্র), রাজ (বাসু ভট্টাচার্য ), শুভম বসু (সমরেশ বসু ), বিডি মুখোপাধ্যায় (বিমল রায়), শিবাজি দাশগুপ্ত (চিদানন্দ দাশগুপ্ত), দেবব্রত অধিকারী (ঋষিকেশ মুখার্জি), সম্রাট মুখোপাধ্যায় (সালাউদ্দিন জাকি), মৃন্ময় কর্মকার (সলিল চৌধুরী), সুদীপ্ত গায়েন (সতীন্দ্র ভট্টাচার্য), দেবারতি পালের (রিংকি ভট্টাচার্য) মতো অভিনেতারা।

[আরও পড়ুন:  মৃত্যুবার্ষিকীর আগেই পর্দায় ফিরছেন ইরফান, প্রকাশ্যে ‘দ্য সং অফ স্কর্পিয়ানস’-এর ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement