Advertisement
Advertisement

Breaking News

Sidharth Malhotra

তেইশে সিদ্ধার্থের সিদ্ধিলাভ! বিয়ে, জাতীয় পুরস্কারপ্রাপ্তির পর এবার নয়া ইনিংস তারকার

শোনা যাচ্ছে, সিদ্ধার্থের এই নতুন ভেঞ্চারে নাকি স্ত্রী কিয়ারা আডবানিও রয়েছেন পাশে।

Sidharth Malhotra to start his own production house | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 5, 2023 5:13 pm
  • Updated:October 5, 2023 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়ার তারকারাই এখন প্রযোজক। নিজেরাই নিজের ছবির পিছনে অর্থ বিনিয়োগ করছেন। সেই তালিকায় শাহরুখ খান, অনুষ্কা শর্মা, আমির খানের পাশাপাশি নতুন প্রজন্মের আলিয়া ভাট, কৃতী শ্যাননও রয়েছে। সেই তালিকাতেই এবার নবতম সংযোজন হতে চলেছে সিদ্ধার্থ মালহোত্রাও (Sidharth Malhotra)।

সময়টা বর্তমানে বেশ ভালই যাচ্ছে সিদ্ধার্থের। চলতি বছরই কিয়ারা আডবানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা। জাতীয় পুরস্কারও পেয়েছেন। অন্যদিকে, হাতেও একাধিক ভালো কাজ। তার মধ্যে অন্যতম, করণ জোহরের বহু প্রতীক্ষিত বিগ বাজেট সিনেমা ‘যোদ্ধা’ রয়েছে। এবার ঘনিষ্ঠ সূত্রে খবর, সিদ্ধার্থ নাকি নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করেননি। তবে কোনও বড় চমক দিয়েই প্রযোজক হিসেবে শিকে ছিঁড়তে চাইছেন বলে শোনা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘দুটো ফ্লপ হতেই রণে ভঙ্গ দেবেন না, ফিরে আসুন’, আমিরের নতুন লুক দেখে আর্জি ভক্তদের]

শোনা যাচ্ছে, সিদ্ধার্থের এই নতুন ভেঞ্চারে নাকি স্ত্রী কিয়ারা আডবানিও রয়েছেন পাশে। তারকাদম্পতির সম্মিলিত উদ্যোগেই প্রযোজনা সংস্থা আসতে চলেছে। প্রসঙ্গত, চলতি বছরের ডিসেম্বর মাসেই মুক্তি পাবে ‘যোদ্ধা’।

[আরও পড়ুন: ‘গোরক্ষপুরের আসল ভিলেনরা দিব্যি ঘুরছে’! ‘জওয়ান’ শাহরুখের কাছে আক্ষেপ কাফিল খানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement