সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চকোলেট হিরো সিদ্ধার্থ মালহোত্রা এবার একেবারে মারকুটে। হাতে বন্দুক, পরনে সেনা পোশাক, বর্ডারে হাজির সিদ্ধার্থ। সময় এগতেই শুরু যুদ্ধ! আর সেই যুদ্ধ এবার দেখা যাবে অ্যামাজনের পর্দায়।
কারগিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী নিয়েই পরিচালক বিষ্ণু বর্ধন তৈরি করে ফেলেছেন ‘শেরশাহ’! এই ছবি করোনা আবহের কারণে সিনেমা হলে মুক্তি না পেয়ে, এবার দেখে যাবে ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি প্রকাশ্যে এল এই ছবিরই ট্রেলার। আর ঝলকেই নজর কাড়লেন সিদ্ধার্থ মালহোত্রা।
সাংবাদিক বৈঠকে ‘শেরশাহ’ ছবির টিমের তরফ থেকে জানানো হয়েছিল, ‘এই ছবি একেবারেই ক্যাপ্টেন বিক্রম বাত্রার বীরত্ব, সাহস ও দেশপ্রেমকে সম্মান জানায়। এই ছবি অনুপ্রেরণা দেবে দেশের মানুষকে।’
With love, pride and happiness in our hearts,
we bring you the story of #ShershaahOnPrime ❤️ starring @SidMalhotra and @advani_kiara, directed by @vishnu_dir
Releasing on 12th August 🇮🇳 pic.twitter.com/LwVLRj2kw7— amazon prime video IN (@PrimeVideoIN) July 15, 2021
করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারেই তৈরি হয়েছে এই ছবি। ‘শেরশাহ’ নিয়ে বলতে গিয়ে করণ জোহর জানিয়েছেন, ‘এই ছবিতে এক যুদ্ধবীরের গল্পকে তুলে ধরতে চলেছে। যার সাহস, ইচ্ছেশক্তি দেশকে জয় এনে দিয়েছিল। সবাইকে অনুপ্রাণিত করবে শেরশাহ।’
সিদ্ধার্থ মালহোত্রা ছাড়াও, এই ছবিতে অভিনয় করেছেন, কিয়ারা আডবানী, শিব পণ্ডিত, রাজ অর্জুন, প্রণয় পাচৌরী, হিমাংশু অশোক মালহোত্রা, নিকিতিন ধীর, অনিল চরণজিৎ, সাহিল বৈদ, শতাফ ফিগারের মতো অভিনেতারা। ১২ আগস্ট অ্যামাজন প্রাইমে দেখা যেবে ‘শেরশাহ’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.