Advertisement
Advertisement

জোর করে চুমু খেতে গিয়েছিলেন অনু মালিক, বিস্ফোরক শ্বেতা

নতুন করে শুরু গুঞ্জন৷

Shweta Pandit join #MeToo movement
Published by: Sayani Sen
  • Posted:October 18, 2018 9:10 am
  • Updated:October 18, 2018 9:10 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: #মিটু ঝড় বইছে গোটা বলিউডে৷ তনুশ্রী দত্ত প্রথম নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব হয়েছিলেন৷ তারপর থেকে যত দিন যাচ্ছে, ততই লম্বা হচ্ছে সেই তালিকা৷ একের পর এক সেলিব্রিটিদের নাম জুড়ছে অভিযুক্তদের তালিকায়৷ এবার সেই তালিকায় যোগ হলেন অনু মালিক৷

[‘লোকটা আমার প্যান্টের ভিতরে হাত ঢোকানোর চেষ্টা করে’]

#মিটু -তে এবার অভিযুক্ত হলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক অনু মালিক। অভিযোগকারিণী বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্বেতা পণ্ডিত। সুরকার ও সঙ্গীতশিল্পী কৈলাস খেরের পর অনু মালিকের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে শ্লীলতাহানি এবং যৌন হেনস্তার। কৈলাস খেরের বিরুদ্ধে অশালীন আচরণ এবং যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন সঙ্গীতশিল্পী সোনা মহাপাত্র। অনু মালিকের বিরুদ্ধে বুধবার একই অভিযোগ আনলেন শ্বেতা। শ্বেতার অভিযোগ, মহিলা সঙ্গীতশিল্পীদের সঙ্গে বরাবরই খারাপ ব্যবহার করেন অনু মালিক।

Advertisement

[#MeToo কলঙ্কিতদের সঙ্গে কাজ নয়, ঘোষণা মহিলা পরিচালক ব্রিগেডের]

তাঁর আরও অভিযোগ, ‘‘আমাকে জোর করে কয়েকবার চুমু খেতে গিয়েছিলেন। গায়ে হাত দিয়ে শ্লীলতাহানিরও চেষ্টা করেছিলেন। বাধা দেওয়ায় ওঁর বিরাগভাজন হই আমি। মহিলা সঙ্গীতশিল্পীদের প্রতি যৌন ইঙ্গিতপূর্ণ ব্যবহারে অভ্যস্ত অনু মালিক।’’ একথা জানিয়ে শ্বেতার টুইট, শিশু শিল্পী এবং মহিলা সঙ্গীতশিল্পীরাই অনুর সফট টার্গেট হয়ে থাকে। অনু আমার সঙ্গে এরকম বাজে ব্যবহার করেছিলেন ২০০১ সালে। তখন আমার মাত্র ১৫ বছর বয়েস। আমি অনুজির ব্যবহারে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমি #মিটু আন্দোলনে যোগ দিয়ে সব কিশোরী ও বাচ্চা কণ্ঠশিল্পীদের বলতে চাই, অনু মালিকের কাছ থেকে সাবধান। সোনা মহাপাত্রকে ধন্যবাদ। তিনি সাহস করে সত্যিটা বলতে পেরেছেন। আমি সোনার পাশে আছি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement