সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির আগেই আইনি বিপাকে অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী বম্ব’ (Laxmmi Bomb)। ছবির নাম নিয়ে আপত্তি তুলল শ্রী রাজপুত কর্ণি সেনা। পাঠানো হয়েছে আইনি নোটিস। প্রকাশ্যে এসেছে এমনই খবর। জানা গিয়েছে, কর্ণি সেনার পক্ষ থেকে ‘লক্ষ্মী বম্ব’ ছবির বিরুদ্ধে নোটিস পাঠিয়েছেন আইনজীবী রাঘবেন্দ্র মেহরোত্রা (Raghavendra Mehrotra)। অভিযোগ, ছবির নামে হিন্দুদের দেবী লক্ষ্মীর (Lakshmi) অপমান করা হয়েছে। সেই কারণেই অবিলম্বে ছবির নাম বদলানোর দাবি জানানো হয়েছে।
৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘লক্ষ্মী বম্ব’। তার ঠিক এক মাস আগে অর্থাৎ ৯ অক্টোবর ছবির ট্রেলার প্রকাশ করেন অক্ষয়।
ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক বিতর্ক শুরু হতে থাকে। প্রথমে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর প্রায় চার মাস পর বলিউডের মাদক যোগ নিয়ে মুখ খোলায় অক্ষয়ের উপর রুষ্ট হন নেটিজেনদের একাংশ। ছবি বয়কটের ডাক দেওয়া হয়। পরে আবার ছবির বিরুদ্ধে ‘লাভ জেহাদ’ প্রচার করার অভিযোগ ওঠে। সিনেমায় অক্ষয়ের চরিত্রের নাম আসিফ এবং তাঁর নায়িকা কিয়ারা আডবানীর (Kiara Advani) চরিত্রের নাম পূজা। এতেই আপত্তি জানায় নেটদুনিয়ার একাংশ। তার জেরেও বয়কটের ডাক দেওয়া হয়। এবার আপত্তি কর্ণি সেনার (Shri Rajput Karni Sena)।
উল্লেখ্য, এর আগে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ‘পদ্মাবত’ (Padmaavat) নিয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেছিল কর্ণি সেনা। বিক্ষোভের জেরে ছবির নাম পালটে ‘পদ্মাবতী’ থেকে ‘পদ্মাবত’ করতে হয়েছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে (Sanjay Leela Bhansali)। তারপরও দেশের একাধিক জায়গায় ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.