সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঁচিশ সালের শুরুতেই মহাচমক! আসছে ‘স্ত্রী ৩’ (Stree 3)। ২০২৪ সালের আগস্ট মাসে ‘স্ত্রী’ সিনেমার সিক্যুয়েলে পুরুষতন্ত্রের শিকল ভাঙার বার্তা দিয়ে বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে। সিনেবাজারে একচেটিয়া ব্যবসা করে ৫০ কোটি টাকার ছবি ৫০০ কোটি টাকা ক্যাশবাক্সে তুলেছিল। সেই ব্লকবাস্টার সিনেমার এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজি আসতে চলেছে।
২০২৫ সালের দ্বিতীয় দিনেই নতুন ঘোষণা করে বড় চমক দিলেন নির্মাতারা। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও (Shraddha Kapoor, Rajkummar Rao) অভিনীত এই সিনেমায় এবার কোন ভূত ভয় দেখাতে আসবে, সেই গল্প জানার অপেক্ষা। আশা করা হচ্ছে, ‘স্ত্রী ২’তে অক্ষয় কুমারের যে অবতার দেখা গিয়েছিল, এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে সেই গল্পই দেখাবে ম্যাডক ফিল্মস। কবে প্রেক্ষাগৃহে পাড়ি দেবে ‘স্ত্রী ৩’? নির্মাতাদের ঘোষণা অনুযায়ী ২০২৭ সালের ১৩ আগস্ট মুক্তি পাবে এই এই শ্রদ্ধা-রাজকুমারের ছবি। তবে এবারও পরিচালকের আসনে অমর কৌশিকই থাকছেন কিনা? সেই উত্তর এখনও অধরা। তবে শুধু ‘স্ত্রী ৩’ নয়, দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস-এর তরফে ২ জানুয়ারি আরও একগুচ্ছ সিনেমার ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’ ছবিও রয়েছে।
প্রসঙ্গত, ‘স্ত্রী ২’ ছবিতে ‘ভেড়িয়া’কে নিয়ে এসে ভুতুড়ে ব্রহ্মাণ্ড তৈরি করার চেষ্টা করেছিল। যদিও সেটা জমেনি, তবে এবার তৃতীয় সিক্যুয়েলেও সেই ছোঁয়া থাকবে কিনা? সেদিকে নজর থাকবে। এদিন প্রযোজনা সংস্থার তরফে যে সমস্ত হরর কমেডি ঘরানার ছবির ঘোষণা করা হয়েছে, সেই তালিকায় রয়েছে- ‘থামা’ (২০২৫ সালের দিওয়ালিতে মুক্তি পাবে), ‘শক্তিশালিনী’ (২০২৫ সালের ৩১ ডিসেম্বর মুক্তি), ‘ভেড়িয়া ২’ রিলিজ করবে ২০২৬ সালের ১৪ আগস্ট। অন্যদিকে ২০২৬ সালে ম্যাডক ফিল্মস-এর তরফে আরও একটি সিনেমা আসছে। যার নাম- ‘চামুণ্ডা’। ২০২৭ সালের আগস্টে ‘স্ত্রী ৩’র পাশাপাশি ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘মুঞ্জিয়া’র সিক্যুয়েল ‘মহা মুঞ্জিয়া’। আর ২০২৮ সালেও দু দুটো রিলিজ রয়েছে প্রযোজক দীনেশ বিজনের তরফে। ‘মহাযুদ্ধ’ মুক্তি পাবে ১১ আগস্ট এবং ‘দুসরা মহাযুদ্ধ’ সেই বছরেরই অক্টোবরে পুজোর মরশুমে আসবে। অতঃপর আগামী ৩ বছরের রিলিজ প্ল্যান ২০২৫ সাল শুরুর দ্বিতীয় দিনেই ঘোষণা করল ম্যাডক ফিল্মস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.