Advertisement
Advertisement
Short Film Hare Krishna

কান চলচ্চিত্র উৎসবে সেরা বাংলার শর্ট ফিল্ম ‘হরে কৃষ্ণ’, উচ্ছ্বসিত প্রযোজক জিৎ

জিতের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন হরনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোল।

Short Film Hare Krishna is best Indian film at Cannes world film festival | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 26, 2021 3:23 pm
  • Updated:September 26, 2021 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবের সেরার শিরোপা পেল জিৎ প্রযোজিত এবং হিন্দোল চক্রবর্তী পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘হরে কৃষ্ণ’। প্রখ্যাত পরিচালক হরনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোল (Hindol Chakraborty)। এই শর্ট ফিল্মের মাধ্যমেই পরিচালনায় ডেবিউ করেছেন তিনি।

Short Film Hare Krishna is best Indian film at Cannes world film festival

Advertisement

“ও বন্ধু তুমি শুনতে কি পাও…”। গিটার হাতে এই গানটিই গেয়েছিল উঠতি গায়ক বিজয়। আর বিজয়কে ‘সাথী’ করেই টলিউডে নিজের সফর শুরু করেছিলেন সুপারস্টার জিৎ (Jeet)। ছবির পরিচালক হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty)। ২০০২ সালে মুক্তি পেয়েছিল সুপারহিট সেই ছবি। তার প্রায় দুই দশক পরে জিতের প্রযোজনাতেই পরিচালনার জগতে প্রবেশ করেন হিন্দোল।

Short Film Hare Krishna

[আরও পড়ুন: Torulatar Bhoot Review: রহস্যপ্রেমী দর্শকদের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘তরুলতার ভূত’?]

প্রথমে পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু অতিমারীর কারণে সেই পরিকল্পনা স্থগিত রাখতে হয় বলে শোনা গিয়েছে। গত ২৯ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাচ্ছে ‘হরে কৃষ্ণ’ (Hare Krishna)। ছবিতে অভিনয় করেছেন শুভময় চট্টোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টচার্য, রাজু মজুমদার, মন্টু মল্লিক, ফিরোজ আহমেদ, দেবাশিস রায়।

বাস্তবের প্রেক্ষাপটে শর্ট ফিল্মের কাহিনি সাজানো হয়েছে। কৌতূকের মোড়কে রয়েছে ব্যঙ্গের ছোঁয়া। মুক্তির পর অবশ্য ছবির সংলাপ নিয়ে অনেকে আপত্তি করেছিলেন। অকথ্য ভাষা কেন ব্যবহার করা হয়েছে, তা নিয়ে প্রশ্নও করা হয়েছিল। তবে কাহিনির স্বার্থেই অকথ্য ভাষাগুলি রাখা হয়, বলেই জানান পরিচালক। আর বাস্তবধর্মী এই কাহিনির জোরেই কান চলচ্চিত্র উৎসবে সেরা ভারতীয় ছবির তকমা (2021 Cannes Film Festival) পেয়েছে ‘হরে কৃষ্ণ’। ছবির সাফল্যে খুশি গোটা টিম। ভোররাতেই টুইট করে গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রযোজক জিৎ।

[আরও পড়ুন: দীর্ঘ অসুস্থতা, তীব্র অর্থকষ্টে আমির খানের কাছে হাত পাতলেন ‘লগান’ ছবির সহ-অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement