Advertisement
Advertisement

করোনা নিয়ে বিতর্কিত মন্তব্য, টুইটারে ঋষি কাপুরকে কটাক্ষ সুজিত সরকারের

লিঙ্গবৈষম্যের অভিযোগ উঠেছে ঋষি কাপুরের বিরুদ্ধে।

Shoojit Sircar gives reply to Rishi Kapoor’s ‘sexist joke’ on Coronavirus
Published by: Bishakha Pal
  • Posted:March 25, 2020 4:33 pm
  • Updated:March 25, 2020 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতিতে রাশ টানতে দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে করোনা সংক্রমণ থেকে বাঁচতে তার আগে থেকেই নিজেদের স্বেচ্ছায় ঘরবন্দি করেছেন অনেকে। বাদ পড়েননি সেলিব্রিটিরাও। যাঁরা বাইরে থেকে এসেছেন, তাঁরা তো বটেই, বাকিরাও নিজেদের সেল্‌ফ আইসোলেশনে রেখেছেন। প্রতিনিয়ত তাঁরা ঘরবন্দি থাকার জন্য প্রচারও চালাচ্ছেন। কিন্তু এমন পরিস্থিতিতে ছন্দপতন ঋষি কাপুরের টুইট। সম্প্রতি অভিনেতা একটি টুইটে লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন। নেটিজেনরা তো বটেই, অভিনেতার এই টুইটে নরমে-গরমে উত্তর দিয়েছেন পরিচালক সুজিত সরকারও।

COVID-19 সংক্রমণের ভয়ে অনেকেই ঘরবন্দি। এমন পরিস্থিতিতে দিন দুই আগে একটি টুইট করেন ঋষি কাপুর। টুইটে তিনি একটি শীর্ণকায় মানুষের ছবি পোস্ট করেন। ছবিতেই লেখা ছিল, পাঁচ দিন বাড়িতে থেকে, স্ত্রীর কথা শুনে এমন পরিণতি হয়েছে। যদিও ছবির উপরে ক্যাপশনে অভিনেতা লিখে দেন তিনি মজার ছলেই এমন পোস্ট করছেন। কিন্তু সেই ক্যাপশনকে আমল দেননি নেটিজেনরা। উলটে এমন বক্তব্যের জন্য রীতিমতো তুলোধনা করেছেন অভিনেতাকে। কেউ বলেছেন, এমন ভয়াবহ পরিস্থিতিতে অভিনেতার মনে এমন ভাবনা আসে কী করে? কেউ আবার ঋষি কাপুরের বিরুদ্ধে লিঙ্গবৈষম্যের অভিযোগ তুলেছেন।

Advertisement

[ আরও পড়ুন: সত্যজিৎ রায়ের চিত্রগ্রাহক নিমাই ঘোষের জীবনাবসান, শোকের ছায়া টলিউডে ]

পরিচালক সুজিত সরকার সরাসরি ঋষির বিরুদ্ধে তোপ দাগেননি অবশ্য। কিন্তু তিনিও বাক্যবাণে বিঁধেছেন অভিনেতাকে। অভিনেতার টুইট শেয়ার করে তিনি লিখেছেন, ‘মাত্র ৫ দিন। আর মহিলা, স্ত্রী, মায়েরা বংশানুক্রমিকভাবে ঘরবন্দি হয়ে রয়েছেন।’ যদিও এর পরিপ্রেক্ষিতে কোনও জবাব দেননি ঋষি কাপুর।

[ আরও পড়ুন: ‘তাদের কথা একটু ভাবুন’, ফেসবুক ভিডিওয় কেঁদে ভাসালেন রুদ্রনীল ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement