সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) কালে অসহায় মানুষের ত্রাতা হয়ে উঠেছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার বন্দোবস্ত করে দিয়েছেন, কারও চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন আবার কারও মাথার উপর ছাদ জুটিয়েছেন। টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না প্রত্যন্ত গ্রামের মেধাবি পড়ুয়া, সোশ্যাল মিডিয়ায় খবর পেয়েই মোবাইল পাঠিয়ে দিয়েছেন তিনি। জমিতে চাষ করার জন্য কৃষককে ট্রাক্টরও পাঠিয়েছেন। অতিমারী পরিস্থিতিতে বহু মানুষের ‘দেবদূত’ হয়ে উঠেছে সোনু সুদ (Sonu Sood)। মহা শিবরাত্রিতে অনুরাগীদেরও মানবসেবার পরামর্শই দিলেন বলিউডের তারকা।
বৃহস্পতিবার সকালে মহা শিবরাত্রির (Shivratri 2021) শুভেচ্ছা জানান সোনু। তারপরই টুইটারে অভিনেতা লেখেন, “শিবঠাকুরের ছবি শেয়ার করে নয় কাউকে সাহায্য করে শিবরাত্রি পালন করুন। ওম নমঃ শিবায়।” সাহায্যের সীমা না রাখার পরামর্শও দেন সোনু।
शिव भगवान की फोटो फॉरवर्ड करके नहीं किसी की मदद करके महाशिवरात्रि मनाएं।
ओम नमः शिवाय ।— sonu sood (@SonuSood) March 11, 2021
मदद की सीमाएं बांधोगे..
तो नेकी का बांध कैसे लांघोगे।— sonu sood (@SonuSood) March 9, 2021
শোনা যায়, মানুষের উপকার করতে গিয়ে নিজের সম্পত্তি পর্যন্ত বিকিয়ে দিয়েছেন সোনু সুদ। এদিকে অভিনেতার বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা (BMC)। অভিযোগ ছিল, জুহুতে অবস্থিত ছয় তলার শক্তি সাগর আবাসনকে হোটেলে রূপান্তরিত করে ফেলেছেন সোনু সুদ। কোনওরকম অনুমতিই নেননি তিনি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সোনু। এদিকে সারা দেশে নিষ্ঠা সহকারে মহা শিবরাত্রি পালন করছেন ভক্তরা। বারাণসী, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিদ্বারের মতো জায়গায় শিবের ব্রত পালনে মেতেছেন সকলে।
দেখুন ভিডিও-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.