Advertisement
Advertisement

Breaking News

Armaan-Kritika

ক্যামেরার সামনেই উদ্দাম যৌনতা! ‘বিগ বস’-এর ‘অশ্লীল’ ভিডিওয় ক্ষিপ্ত শিব সেনা

সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

Shiv Sena MLA demands action against 'Bigg Boss OTT 3' after Armaan-Kritika's viral video
Published by: Suparna Majumder
  • Posted:July 23, 2024 10:33 am
  • Updated:July 23, 2024 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা যাচ্ছে, অনিল কাপুর সঞ্চালিত ‘বিগ বস OTT’র তৃতীয় মরশুমের জনপ্রিয়তা সলমন খান সঞ্চালিত দ্বিতীয় মরশুমকেও ছাপিয়ে গিয়েছে। এদিকে এই শো নিয়েই বেজায় ক্ষিপ্ত শিব সেনা। কারণ ইউটিউবার আরমান মালিক ও তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী কৃতিকার ভাইরাল ভিডিও।

Armaan-Kritika-1

Advertisement

সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই ভিডিও। যাতে আরমান ও কৃতিকাকে এক বিছানায় দেখা যাচ্ছে। ভিডিওর শেষে দুজনের উদ্দাম যৌনতার দৃশ্য রয়েছে বলে দাবি। এই ভিডিওতেই নিন্দার ঝড় সোশাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশের পাশাপাশি বেজায় ক্ষিপ্ত শিব সেনা। শিব সেনার সেক্রেটারি তথা মুখপাত্র মনীশা কায়াণ্ডে জানান, মুম্বই পুলিশের কমিশনার বিবেক ফনসালের কাছে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: পরিচালক রাহুলের কর্মবিরতির নির্দেশে ক্ষুব্ধ রাজ! প্রসেনজিৎ কী বলছেন?]

‘বিগ বস OTT ৩’ (Bigg Boss OTT 3) প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে মনীষা বলেন, “যা চলছে তা অত্যন্ত অশ্লীল। তা আবার দেখানোও হচ্ছে। ইউটিউব ইনফ্লুয়েন্সার সমস্ত সীমা পেরিয়ে গিয়েছে।” শিব সেনা বিধায়ক জানান, লোকসভার চলতি অধিবেশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকেও অনুরোধ জানানো হবে যাতে তিনি OTT প্ল্যাটফর্মগুলোর জন্য কোনও আইনের ব্যবস্থা করেন।

Manisha-X-post

প্রসঙ্গত, ২০১১ সালে প্রথম স্ত্রী পায়েলকে ঘরে আনেন আরমান। এর ছয় বছর পর পায়েলের প্রিয় বান্ধবী কৃতিকাকে বিয়ে করেন তিনি। দুই স্ত্রীকে নিয়ে একই সঙ্গে থাকেন তিনি। রয়েছে চার সন্তান। ‘বিগ বস’-এর ঘরে দুই স্ত্রীকে নিয়েই গিয়েছিলেন আরমান। কিন্তু পায়েল আগে শো থেকে বেরিয়ে যান। পরে আবার তিনি আরমানকে ডিভোর্স দেওয়ার কথাও বলেন। যদিও ভাইরাল ভিডিওর ঘটনায় আরমানের পাশে দাঁড়িয়েছেন পায়েল। তাঁর দাবি, ভিডিওটি এডিট করে তৈরি করা হয়েছে। এমন কোনও ঘটনা ঘটেনি।

[আরও পড়ুন: সেনাপ্রধানের সফর শেষে রক্তাক্ত ভূস্বর্গ, পরপর দুদিন সেনাকে লক্ষ্য করে জঙ্গি হামলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement