সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Corona Virus) কবলে অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) গোটা পরিবার। বাদ যায়নি ছোট্ট মেয়ে সামিশা এবং ছেলে বিয়ানও। তবে অভিনেত্রীর কোভিড (COVID-19) পরীক্ষার ফল নেগেটিভ। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সেকথা।
সোশ্যাল মিডিয়ায় শিল্পা লিখেছেন, “গত ১০ দিন আমাদের পরিবারের কাছে খুবই কঠিন ছিল। আমার শ্বশুর-শাশুড়ি, সমিশা, বিয়ান, আমার মা এবং স্বামী রাজ করোনায় আক্রান্ত। তাঁরা প্রত্যেকেই নিজেদের ঘরে আইসোলেশনে রয়েছেন ডাক্তারের পরামর্শ ও গাইডলাইন মেনে। বাড়ির কর্মচারীদের মধ্যে দু’জন করোনা আক্রান্ত। তাঁদেরও চিকিৎসা চলছে। ঈশ্বরের কৃপায় এখন সকলেই অনেকটা ভাল আছেন। আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। প্রোটোকল অনুযায়ী সমস্ত সুরক্ষাবিধি মানা হয়েছে। বৃহণ্মুম্বই পুরনিগম ও তাঁর আধিকারিকরা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিয়েছেন এবং সাহায্য করেছেন। এর জন্য কৃতজ্ঞ। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য প্রার্থনা করবেন প্লিজ।”
Stay safe, everyone🙏🏻 pic.twitter.com/xK0e1xQbSx
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) May 7, 2021
শুক্রবারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফের দৈনিক সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রে। বৃহস্পতিবারে রিপোর্টেই দেখা গিয়েছে, একদিনে সেখানে আক্রান্ত ৫৭ হাজারেরও বেশি মানুষ। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভূমি পেড়নেকর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফের মতো তারকারা। এবার শিল্পার পরিবারের খবর প্রকাশ্যে এল। বর্তমানে নাচের রিয়ালিটি শো ‘সুপার ডান্সার’-এর (Super Dancer) বিচারক শিল্পা। শোনা গিয়েছে, সেই কাজ আপাতত বন্ধ রেখেছেন তিনি।
এদিকে, শুক্রবারই বর্ষীয়ান সেতারশিল্পী দেবু চৌধুরীর ছেলে প্রতীক চৌধুরীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। কোভিডের ছোবলেই পয়লা মে দেবু চৌধুরী প্রয়াত হন। বাবার মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই প্রাণ হারালেন প্রতীক চৌধুরী। তিনিও প্রখ্যাত সেতারবাদক ছিলেন। প্রতীক চৌধুরীর স্ত্রী রুণা এবং কন্যা রাইনাও করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.